How to building layout process With Beginniers.বিল্ডিং এর লে- আউট কিভাবে করা হয় বিস্তারিত আলোচনা।

লে-আউট কিভাবে করা হয়।এবং কি কি সরঞ্জাম লেগে থাকে তাই বিস্তারিত আলোচনা করা হল:

লে-আউট: লে-আউট হল বিল্ডিং এর জন্য বরাদ্দকৃত জায়গায় সকল প্রকার নিয়ম নিতি মেনে ড্রয়িং করে থাকে। সেই ড্রয়িং অনুযায়ী সরজমিনে উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম দিক নির্ধারণ করে। ডিজিটাল সার্ভে অথবা ম্যানুয়ালি মাপ দিয়ে চার কোনাই ৪ টি খুটি পোতা হয় এবং ডিজাইন অনুযায়ী কলামের গ্রিড লাইন দেয়া হয় একেই লে আউট বলে। Layout in Construction, Building Layout, Layout for Building, Layout of building.


(A) . Materials list : 

01 -Calculator

02 03- Paint & Suta Steel Cabinet

04 -White Board 

05 -P. Lock

06 -Gum Boot

07 -Shall Bolly 

08 -Tester 

09 10 -Korai - Poly thene

11 -Mattam 

12 -Spade Layout 

13 -Nail 

14 -Measuring Tape ( 100 ' - 0 " & 16 ' - 0 " )

15 -Office Stationeries 

16 -Notice Board 

17 -Chain

18 -Steel Joist

19 -Plus 

20 -Shable

21 -Balcha 

22 -Sprit Level 

23 -Plumber etc.

Civilengineering65

Layout system :

লে আউট দেওয়ার জন্য বর্তমান বাংলাদেশে টোটাল স্টেশন এর ব্যবহার অনেক টাই বেশি চোখে পড়ে।তার মধ্যে বাংলাদেশ বেশ কিছু ডিজিটাল সার্ভেয়ার আছে যারা টোটাল স্টেশন এর মাধ্যমে নির্ভুল ভাবে ভবন এর লে আউট দিয়ে থাকে।Layout Construction, Manufacturing Layout Design,Foundation layout.


ডিজিটাল লে আউট দেওয়ার জন্য কি কি সরঞ্জাম প্রয়োজন হয় তা নিচে দেয়া হলো:


১/ টোটাল স্টেশন বা লেভেল মেশিন।
২/ লাইলনের সুতা।
৩/ পেরেক।
৪/ হাতুড়ি।
৫/ অস্থায়ি বাশের খুটি।
৬/ স্থায়ী কংক্রিটের পিলার।
৭/ ১০০ ফিটের স্টিল টেপ।
৮/ স্টিলের বড় সমকোণী ত্রিভুজ।
৯/ মাঝারি সাইজের প্লাম বম, ওলন।

মেটেরিয়ালস:
১/ ১ ব্যাগ সিমেন্ট।
২/ ১০ সিএফটি লোকাল বালি।

কোন ভবনের লে আউট দেয়ার জন্য যে ড্রইং তৈরী করা হয় তা a,b,c,d........ এবং ১,২,৩,৪....... গ্রিড লাইন গুলো উল্লেখিত থাকে। এই ২ ধরনের গ্রিড লাইন ব্যবহার করা হয়ে থাকে।
a,b,c,d...... গ্রিড লাইন গুলা পরস্পর একে অপরের সমান্তরাল এবং ১,২,৩,৪........ গ্রিড লাইন গুলোও পরস্পর সমান্তরাল হয়ে থাকে।
কিন্তু a,b,c,d...... গ্রিড লাইনগুলো ১,২,৩,৪......গ্রিড লাইনের সাথে সমকোণে তৈরী করা হয়।এই ২ ধরনের গ্রিড লাইনের ছেদ বিন্দুতে সাধারনত : কলাম এবং দেয়ালের অবস্থান করে থাকে।


ড্রয়িং Study করতে হবে  Project এর মধ্যে যে বাউন্ডারী ওয়াল টি সবচেয়ে বেশী সোজা , সেই দিক থেকে লে - আউট আরম্ভ করতে হবে উত্তর দক্ষিণে এবং পূর্ব পশ্চিমে ড্রয়িং অনুসারে Grid লাইন বরাবর সুতা টানাতে হবে , এবং কর্ণারটি মাটাম দ্বারা অথবা পিথাগোরাস এর সূত্র অনুসারে সুতার সাহায্যে ফুট , ফুট ফুট বাহু নিয়ে একটি সমকোনী ত্রিভূজ তৈরী করে কর্ণারটি ৯০ ডিগ্রী চেক করতে হবে উপরের নিয়ম অনুসারে বাকী তিনটি কর্ণার বরাবর সুতা টানাতে হবে

রাজউকের নিয়ম অনুযায়ী চারিদিকে যতটুকু জায়গা ছাড়ার কথা , তা মেপে দেখে নিতে হবে এবং ড্রয়িং অনুসারে বিল্ডিং এর যে জায়গা থাকার কথা তাও মেপে দেখে নিতে হবে যদি জায়গা ড্রইং এর চেয়ে ছোট বা বড় হয় , অবশ্যই তাহা ম্যানেজমেন্টকে জানাতে হবে  জায়গা ঠিক থাকলে Grid line অনুসারে বাকী লাইন গুলি টানতে হবে এবং প্রতিটি ডায়াগুনাল চেক করে নিতে হবে গ্রীড লাইনের পয়েন্টগুলি এক্সটেনশন করে চারিদিকের ওয়ালে তারকাটার সাহায্যে চিহ্নিত করতে হবে

লে- আউট একাধিকবার চেক করতে হবে , কারণ লে - আউট ভুল হলে , পুরা বিল্ডিং এর কাজটি ভুল হয়ে যাবে অন্য একটি ইউনিটের মাধ্যমে লে - আউট চেক করে নিতে হবে  লে - আউট ফাইনাল হয়ে গেলে প্রত্যেকটি পয়েন্ট লাল রং দ্বারা চিহ্নিত করতে হবে সুবিধা মত যে কোন এক পাশে 10 ” X 10 ” একটি পিলার করতে হবে এবং এর মাথা স্পিরিট লেভেলের সাহায্যে P.L লেভেল বরাবর সমতল করতে হবে এবং এই পিলার বা B.M থেকে নিচের দিকে ফুটিং এবং উপরের ভার্টিক্যাল মাপগুলি নিতে হবে - গ্রীড লাইন থেকে ড্রয়িং মোতাবেক প্রতিটি কলামের সেন্টার লাইন ঠিক করে ফুটিং এর উপর বসাতে হবে মনে রাখতে হবে Footing এর CL এবং Column এর CL একই বিন্দুতে হবে 


লে- আউট কিভাবে করা হয়?
How to layout Procedure system?
Building Layout procedure.



1 Comments

Post a Comment
Previous Post Next Post