পাইল কি? পাইল কেন করা হয় এবং পাইল করার বিস্তারিত আলোচনা।

পাইল কি?পাইল কেন করা হয় এবং পাইল করার বিস্তারিত আলোচনা। 

পাইল বলতে কি বুঝি?

পাইল বলতে, মাটির ব্যায়ারিং ক্যাপাসিটি যখন বিল্ডিং এর আরোপিত লোড থেকে কম হয়ে যায়। তখন বিল্ডিং এর আরোপিত লোড মাটির গভীরে ছড়িয়ে দেয়ার জন্য জন্যই পাইল করা হয়ে থাকে।  বিভিন্ন প্রকার পাইল করা হয়ে থাকে।

তার মধ্যে আমাদের দেশে প্রচলিত বেশি যে পাইল করা হয় তা হলো প্রকার যথা:পাইলের প্রকারভেদ 

           ১.কাস্ট ইন সিটু পাইল।
           ২. প্রি-কাস্ট পাইল।

আবার নির্মাণ সামগ্রীর উপর ভিত্তি করে পাইল প্রকার যথা:
           ১. সিট পাইল। 
           ২. বল্লি / গাছ পাইল।
           ৩. স্যান্ড পাইল।
           ৪. কম্পোজিট পাইল।
           ৫. কংক্রিট পাইল।

পাইল কি?পাইল কেন করা হয় এবং পাইল করার বিস্তারিত আলোচনা।
কাষ্ট ইন সিটু পাইল

Pile Layout System

ড্রয়িং এ পাইল লে-আউট চূড়ান্ত হওয়ার পর পাইল লে-আউট দিতে হবে।গ্রীড লাইন রেফারেন্সে লাইনের কলামের সেন্টার লাইন ঠিক করতে হবে এবং তার উপর ভিত্তি করে পাইল পয়েন্ট দিতে হবে । টুকরা রড পাইল পয়েন্টে বসিয়ে ঢালাই করতে হবে যেন তে পায়া নাড়াচারার সময় পয়েন্টগুলি হারিয়ে না যায় এবং কাঁদার মধ্যে ঢালাই ও রড দেখে পাইল পয়েন্ট নির্ণয় করা যায় । এমনি ভাবে ড্রয়িং মোতাবেক প্রত্যেকটি কলামের জন্য পাইল পয়েন্ট দিতে হবে । 

প্রি - কাস্ট পাইল:

যে পাইল ডিজাইন অনুসরন করে নির্দিষ্ট জায়গায় আর সি সি করে ঢালাই করা হয়ে থাকে তাকে প্রি - কাস্ট পাইল বলে। এই পাইল ২৮ দিন পর নির্দিষ্ট শক্তি অর্জন করার পরই বল প্রয়োগ করে মাটির নিছে প্রবেশ করানো হয়।এর আকার বর্গাকার বা গোলাকার হয়ে থাকে। এর দৈর্ঘ্য ডিজাইন অনুযায়ি করা হয়ে থাকে যেমন- ৩৩'-০",৩৫'-০",৪০'-০",৪৫'-০",৫০'-৫০",৫৫'-০",৬০'-০" ইত্যাদি। সাইটের ক্লিয়ার কভার হিসাবে (২"-৩") হয়ে থাকে।

কাস্ট ইন সিটু পাইল:

এই পাইল সাধারনত পাইল লে- আউট এর পর যায়গা টি মার্কিং করে।সে জায়গায় ডিজাইন অনুযায়ি নির্দিষ্ট দৈর্ঘ্যে উপর বোরিং করে রডের খাচা প্রবেশ করে কংক্রিট প্রবেশ করানো  হয়ে থাকে তাকে কাস্ট - ইন সিটু পাইল বলে।এটি গোলাকার হয়। এর পার্শ্ব ক্লিয়ার কভারিং ৩ " করা হয়ে থাকে।
সর্তকতা : কাস্ট ইন সিটু পাইল করার সময় অনেক প্রতিবন্ধকতা দেখা দেয়। যেমন:  বোরিং করার সময় মাটির ভিতর পাথর বোরিং এর চিজেল এর নিচে  পরে  গেলে। বোরিং করা শেষ হলে ১৫ - ২০ মিনিটের মধ্যে রডের খাচা প্রবেশ করে।কংক্রিট ঢেলে দেয়া। যত তারাতারি সম্ভব ঢালাই শেষ করতে হবে।যার ফলে বোরিং এর পার্শ্ব ভেজ্ঞে পরে যাওয়ার সম্ভাবনা কম থাকে।pile Estimated
পাইলের রডের এস্টিমেট বের করার নিয়ম,
পাইলের ইট, বালি, সিমেন্ট বের করার নিয়ম।

Pile Reinforcement Estimated :

Pile Section 

Pile Lenth =85'-0"
Dia Of Pile = 25"
Clear Cover = 3"

Pile Rod Requirement =8-20 mm Dia Rod Main Bar.

Tie bar : 10 mm Dia 5/6" c/c

So, Lets see pile estimated,

20 mm Dia Main Bar

Main Bar                    = 1 x 8 x 85'-0"= 510 Rft.

Lappin Lenth (40D) =1 x 2'-6" x 2 x 8 = 40 Rft.

Total Rod  = 510+40= 550 Rft.

@ 20 mm dia Per/ Rft = 0.7515kg x 550 

                                     = 413.325 Kg

Number Of Tie Bar  = 85'-0" ÷ (5"/12)= 203 Nos

Total Lenth of Tie Bar = πD x 203 

                                      = (3.1416 x 3.927) x 203

                                     = 797.181 Rft

@ 10 mm dia Per/ Rft = 0.1878kg x 797.181

                                     = 149.78 Kg

Total Reinforcement =(413.325+149.78) Kg

                                     = 563.114 Kg


পাইলের মালামাল বের করার পব্দতি :

 ধরি, ৮০ ফিট উচ্চতা একটি পাইল আছে এর জন্য কি পরিমান সিমেন্ট, বালি,পাথর লাগবে তার হিসাব বের করব। pile Estimated. 
আমারা কাষ্ট ইন সিটু পাইল এর মালামালের হিসাব করব।

পাইলের উচ্চতা ৮০ ফিট,
পাইলের ডায়া ২০" ইঞ্চি,
ক্লিয়ার কভার ৩" ইঞ্চি
মিক্সার করার মালামালের রেশিও ১:১.৫:৩
pile Estimated.

পাইলের কাষ্টিং বের করার সুত্র:

Volume Of  Pile:   

                   πD2÷ 4 X Lenth of pile

            So  = 3.14166 X (20"x2÷12) ÷ 4 X 80'-0"
                  = 175.2317 cft

আমারা জানি যে, শুকানো মশলার ওজন থেকে ভিজা মসলার ওজন বেশি হয় তাই 1.5 গুন করতে হবে।

Weight Volume = 175.2317 X 1.5

 Dry Volume      = 264.8476 cft

আনুপাতের যোগফল : 1+1.5+3 = 5.5

Cement :     = 264.8476÷ 5.5 X 1= 38 Bag                           
Sand :          = 264.8476÷ 5.5 X 1.5= 71.685 cft

Stone:          = 264.8476÷ 5.5 X 3 = 143.3771 cft

1. Pile Layout System: 

After the layout is finalized, the pile layout should be given. The center line of the column should be fixed in the grid line reference and pile points should be given based on it. 

The piece of rod pile should be welded at 6 points so that the points are not lost during the movement of the foot and the pile point can be determined by looking at the molding and rod in the mud. Thus, according to the drawing, pile points have to be given for each column.

What do I mean by pile?

 When the bearing capacity of the soil or the bearing capacity of the soil is less than that   imposed by the building. Then the applied load of the building is piled to be spread deep in the soil. Different types of piles are made.
The most common of these are the 2 types of piles that are common in our country, namely:
           
           1. Cast in situ pile.
           2. Pre-cast pile.

Again there are 5 types of piles based on construction materials such as:
         
          1. Seat pile.
          2. Ball / tree pile.
          3. Sand pil
          5. Concrete piles.e.
          4. Composite pile.

Pre-cast pile:

Pre-cast pile is a pile that follows the design and is molded to a specific place by RCC. This pile is inserted into the ground by force after 28 days after gaining a certain strength. Its shape is square or round. Lengths vary according to design, such as 33'-0 ", 35'-0", 40'-0 ", 45'-0", 50'-50 ", 55'-0", 60'-0 ". Etc. as a clear cover of the site (2 "-3").

Cast-in-situ pile: 

This pile usually marks the place after the pile lay-out. In that place, according to the design, the bore of the rod is inserted at a certain length and concrete is inserted. It is called cast-in-situ pile. It is round. Its side is covered with clear 3 ".

Caution: 

There are many obstacles when casting in-situ piles. For example: when boring, the stones in the soil go under the boring chisel. After boring, the rod enters the cage in 15-20 minutes. Pouring concrete. The casting should be completed as soon as possible.


পাইলের এস্টিমেট,
পাইলের সূত্র,
পাইলের হিসাব
পাইলের রডের হিসাব,
পাইলের রড বের করার নিয়ম
Post a Comment (0)
Previous Post Next Post