সিভিল ইঞ্জিয়াদের ভাইবাতে কি ধরনের প্রশ্ন হয় তার পরিপেক্ষিতে প্রশ্ন গুলোর উত্তর সহ দেয়া হলো:
১-মাটি পরিক্ষা কেন করা হয়?
উত্তর: মাটির গুনগত মান এবং বেয়ারিং ক্যাপাসিটি অর্থাৎ মাটির ভারবহন ক্ষমতা পরিক্ষা করার জন্য মাটি পরিক্ষা করা হয়।
২- মাটি পরিক্ষার জন্য কতটু জায়গায় কয়টি বোরহুল করা হয়?
উত্তর:মাটি পরিক্ষার জন্য ১ থেকে ৩ কাঠা জায়গা হলে ৩টি বোরহোল করতে হবে। ৩ থেকে ৫ কাঠা জায়গার জন্য ৫ টি বোরহোল করতে হবে। ৫ থেকে ১০ কাঠা জমির জন্য বোরহোল করতে হবে ৮ টি। (Reff.BOOK: BUET TESTING OF METARIALS & SERVICE)
৩-কিসের উপর নির্ভর করে বিল্ডিংয়ের ফাউন্ডেশন ডিজাইন করা হয়?
উত্তর:মাটির বেয়ারিং ক্যাপাসিটি পরিক্ষা, বিল্ডিং টি কয় তলা বিশিষ্ট হবে এবং সেই ভবন টি কোন কাজের জন্য হবে তার নির্ভর করে। যেমন:ভবনটি রেসিডেনশিয়াল বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং, মসজিদ, মাদ্রাসা, গার্মেন্টস, কলকারখানা ইত্যাদির উপর নির্ভর করে ফাউন্ডেশন ডিজাইন করা হয়।
৪-ড্রইং কয় প্রকার হয়?
উত্তর: ড্রইং ২ প্রকার হয় ১/ আর্কিটেকচার ড্রইং ২/ স্ট্রাকচারাল ড্রইং।
৫-আর্কিটেকচার ড্রইংয়ে কি কি থাকে?
উত্তর: বেজমেন্ট ফ্লোর প্লান,গ্রাউন্ড ফ্লোর প্লান,ট্রিফিক্যাল ফ্লোর প্লান, ফ্রন্ট এলিভিশন, সাইড এলিভিশন, ব্যাক এলিভিশন, সিঁড়ির এলিভিশন
৬-স্ট্রাকচারাল ড্রইংয়ে কি কি থাকে?
উত্তর:কলাম লে-আউট,পাইল থাকলে পাইল লে- আউট,পাইল ক্যাপ,পাইল লং সেকশন,শর্ট সেকশন,ফুটিংয়ের রিনফোর্সমেন্ট,কলাম শিডিউল, বিম লে- আউট,গ্রেড বিমের সেকশন, বিমের লং সেকশন ও শর্ট সেকশন, রিটেনিং ওয়াল রিনফোর্সমেন্ট, স্ল্যাব রিনফোর্সমেন্ট ডিটেলস,স্ল্যাব থিকনেস,সেফটি ট্যাংক রিনফোর্সমেন্ট,অভারহেড ওয়াটার রিজার্ভার রিনফোর্সমেন্ট, লিফট কোর স্ল্যাব রিনফোর্সমেন্ট ইত্যাদি।
৭- এলিভিশন কেন করা হয়?
উত্তর: এলিভিশন করা হয় বিল্ডিং এর কয় তলা বিশিষ্ট হবে,ফ্লোর এর উচ্চতা কতটুকু হবে এবং বাহির থেকে সম্মুখ, সাইটে, পিছনে যে সব আউটডোর অংশ গুলো দেখা যায় ওই সব জিনিস গুলোকে ড্রইং এর মাধ্যমে দেখানোর জন্যই এলিভিশন কাজ করা হয়ে থাকে।
৮-সিমেন্ট কয় প্রকার?
উত্তর: সিমেন্ট ২ প্রকার যথা:-
১/প্রাকৃতিক সিমেন্ট
২/ কৃত্রিম সিমেন্ট
কৃত্রিম সিমেন্ট আবার ২ প্রকার যথা:-
১/অরডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট
২/ পোর্টল্যান্ড কম্প্রেজিড সিমেন্ট
৯-অরডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ও পোর্টল্যান্ড কম্প্রেজিড সিমেন্ট এর মধ্যে পার্থক্য কি?
উত্তর: অরডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট এর ৯৫- ১০০% ক্লিংকার থাকে। যাকে সিমেন্টের মূল উপাদান বলা হয়।
পোর্টল্যান্ড কম্প্রেজিড সিমেন্ট এর ৬৫ - ৭৯% ক্লিংকার থাকে।
বেশি লোড বহন কারী স্ট্রাকচার এর জন্য অরডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ব্যবহার করা হয়।
আর অন্যথায় কম লোড বহনকারী স্ট্রাকচার এর জন্য পোর্টল্যান্ড কম্প্রেজিড সিমেন্ট ব্যবহার করা হয়।
১০-সিমেন্টের রাসায়নিক উপাদান গুলো কি কি?
উত্তর:
চুনা-----------------------৬০ থেকে ৬৭ %
বালি----------------------১৭ থেকে ২৫ %
এলুমিনা------------------৩ থেকে ৮ %
লৌহ-অক্সাইড------------০.৫ থেকে ৬ %
সালফার ট্রাই অক্সাইড---১ থেকে ৩%
ম্যাগনিসিয়াম-------------০.১ থেকে ৪ %
সোডা বা পটাশ-----------০.৫ থেকে ১.৩ %
১১-সিমেন্টের মূল উপাদান কী?
উত্তর: সিমেন্টের মূল উপাদান হচ্ছে ক্লিংকার। যা ইংল্যান্ডয়ের থেকে আমদানি করা হয়ে থাকে।
১২-কিসের উপর নির্ভর করে সয়েল টেষ্টের রির্পোট বুঝা যায়?
উত্তর: সয়েল টেষ্ট রির্পোট বুঝার জন্য N ভ্যেলুর মানের উপর নির্ভর করে। মাটি ভালো না খারাব তা সহজে নির্ণয় করা সম্ভব হয়।
১৩-SPT পূর্ণ নাম কি?
উত্তর: Standard Penitaion Test.
যাকে বাংলায় বলা হয় বালি মাটির ভারবহন ক্ষমতা পরিক্ষা।
১৪-সাব-স্ট্রাকচার কি কি উপাদানের কাজ হয়ে থাকে?
উত্তর:
১/ পাইল থাকলে পাইল হবে। সেটা,প্রি-কাষ্ট হলেও হতে পারে আবার কাষ্ট -ইন সিটু পাইলও হতে পারে।ডিজাইনের উপর নির্ভর করে।
২/ পাইল ক্যাপ।
৩/ ম্যাট ফাউন্ডেশন হতে পারে।যাকে।
৪/ সি সি থাকবে / বালি ফিলিং।
৫/ পলিথিন বা ওয়াটার প্রুফ মেমব্রেন হতে পারে।
৬/ রিটেনিংওয়াল।
৭/ ব্রিক ওয়াল হতে পারে।
৮/ ফুটিং থাকলে ফুটিং হবে।
৯/ কলাম লে - আউট ঠিক করে রড প্লেসমেন্ট করতে হবে।
১০/ সব শেষে পুরো বেজ ঢালাই করতে হবে।
১৫- সুপার-স্ট্রাকচার কি কি উপাদানের কাজ হয়ে থাকে?
উত্তর:
১/ কলাম থাকবে।
২/ বিম, ছাদ থাকবে
৩/ প্লাম্বিং কাজ থাকবে।
৪/ ইলেক্ট্রিক কাজ থাকবে।
৫/ ব্রিক ওয়াল থাকবে।
৬/ লিন্টেল থাকবে।
৭ / সিঁড়ি থাকবে।
৮/ লিফট কোর থাকবে।
৯/ প্লাস্টার
১০/ পেইন্ট
১৬- বাজারে কোন কোন ধরনের রড পাওয়া যায়?
উত্তর :
বাজারে সাধারনত ২ ধরনের রড বেশি ব্যাবহার হয় ১ / প্লেইন বার।
২/ ডিফর্মড বার।
১৭-কোন কোন গ্রেডের রড বিল্ডিং এর কাজে ব্যবহৃত হয়?
উত্তর : ৪০ গ্রেড, ৬০ গ্রেড, ৭২.৫ গ্রেড।
১৮-৪০ গ্রেড এবং ৬০ গ্রেডের মধ্যেকার পার্থক্য কি?
উত্তর :৪০ গ্রেড থেকে ৬০ গ্রেডের রডের নমনীয়তা বেশি।
১৯- কেনো ৪০ গ্রেড বাদ দিয়ে ৬০ গ্রেডের রড ব্যবহার করা হয়?
উত্তর :
৪০ গ্রেডের রডের চেয়ে ৬০ গ্রেডের রডের ২৫% রড সাশ্রয়ী হয় তাই ৬০ গ্রেডের রড কাজের জন্য বেশি ব্যবহার করা হয়।
সিভিল ডিপার্টমেন্ট সম্পর্কে আরো জানতে ক্লিক করুন.