What is Retrofitting_রেট্রোফিটিং কি? কেন রেট্রোফিটিং করা হয়।রেট্রোফিটিং করার কার্যপব্দতি

 Retrofitting-রেট্রোফিটিং কি?কেন রেট্রোফিটিং করা হয়।রেট্রোফিটিং করার কার্যপব্দতি। 

What is Retrofitting_রেট্রোফিটিং কি? কেন রেট্রোফিটিং করা হয়।রেট্রোফিটিং করার কার্যপব্দতি

আমারা হয়তো বাড়ি তৈরী করি থাকি। একজন ডিজাইনার কাছ থেকে ড্রয়িং তৈরী করে আমারা,বাড়ি নির্মান করে করি।তবে বাড়ির ডিজাইন টি কতো টুকু সঠিক রয়েছে।বিল্ডিং করার উপযুক্ত কিনা তা না যাচাই করেই।আমারা আমাদের সপ্নের বাড়িটি নির্মান করে ফেলি অথবা বাহিরের পার্শ্ব কিছু অংশ আপনি বারাতে চাচ্ছেন কিংবা উপরের দিকে আরো কয়েকটি ফ্লোর করতে চাচ্ছেন যার অনুমিত রয়েছে কিন্তু আপনার স্ট্রাকচার টি সঠিক হয় নি।সব কাজ শেষ হলে যদি আপনি জানতে পারেন আনার বিল্ডিন টি সঠিক ডিজাইন অনুযায়ী কাজ করা হয় নি। বিল্ডিং টি ঝুঁকিত রয়েছে তখন কি করবেন।আপনার কি তা জানা আছে। আমি বলব নাই আর আপনি জানবেনো বা কি করে আপনি তো আর ইঞ্জিয়ার না।তাই আপনার পক্ষে তা সমাধান করা কঠিন।
এমতো অবস্থায় আপনার বিল্ডিং না ভেজ্ঞে কিভাবে আপনার বিল্ডিং কে ঝুঁকি মুক্ত রাখবেন। তার জন্য ইঞ্জিয়াররা একটি কাজ করে থাকেন তা হলো তারা যাচাই বাচাই করে দেখেন কোন কোন স্ট্রাকচার গুলো ঝুকিতে রয়েছে তা রেট্রোফিটিং(Retrofitting)করার পরামর্শ দিয়ে থাকেন।এর জন্যও আপনাকে আগে একজন দক্ষ ইঞ্জিয়ারের সাথে পরামর্শ করে তার দেয়া ডিজাইন অনুযায়ী কাজ করতে হবে।চলুন আমরা যেনে নেই রেট্রোফিটিং সম্পর্কে।

রেট্রোফিটিং কি ?

অনেক বছরের পুরাতন বা পূর্বে নির্মিত বিল্ডিং বা স্ট্রাকচার এ নুতন কিছু সংযোগ করার জন্য ,বিল্ডিং এর স্ট্রেন্থ বাড়ানোর বা শক্তিশালী করা জন্য,বিল্ডিং কে ভুমিকম্প থেকে রক্ষা করার জন্য, যে প্রক্রিয়ার মাধ্যমে কাজ করা হয়।তাই সাধারনত রেট্রোফিটিং বলা হয়ে থাকে।

1-Read More<< How to building layout process With Beginniers.বিল্ডিং এর লে- আউট কিভাবে করা হয় বিস্তারিত আলোচনা।

2-Read More<< পাইল কি? পাইল কেন করা হয় এবং পাইল করার বিস্তারিত আলোচনা।

3-Read More<< How to Concrete mix ratio procedure And Mix design of concrete

4-Read More<< বালির সুক্ষ্মতা গুণাঙ্ক বা (FM) নির্ণয় পব্দতি ব্যাখ্যা সহ।

5-Read More<< AutoCAD shortcut keyboard command List in (Bangla) 

বিল্ডিং এ রেট্রোফিটিং কেন করা হয় ?

অনেক গুলো কারণে রেট্রোফিটিং করা হয়ে থাকে , তার মধ্যে প্রধান প্রধান কিছু কারণ নিন্মে তুলে ধরা হয়ঃ
১. বিল্ডিং কোড সঠিকভাবে না মেনে বিল্ডিং নির্মাণ করা হলে ।
২. অনেক সময় ডিজাইন এ ত্রুটির কারণেও রেট্রোফিটিং এর দরকার হয় ।
৩. দীর্ঘদিন ব্যবহারে ও অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগ এ ক্ষতিগ্রস্থ হলে বিল্ডিং এর স্ট্রেংথ বাড়াতে হয় ।
৪. ব্যবহৃত বিল্ডিং এর মূল ডিজাইনের বাহিরে ‍গিয়ে অনেক ধরণের পরিবর্তন করা হলে ।(উদাহরণস্বরুপ বলতে পারিঃ কোন ধরনের প্রভিশন না থাকা সত্বেও বিল্ডিংটিকে উপরের দিকে বা যেকোন পাশে বর্ধিতকরণ ইত্যাদি )
৫. বিল্ডিং এ ব্যবহারের ধরন পরিবর্তন করা । ( যেমনঃ রেসিডেনসিয়াল বিল্ডিং করে ইন্ডাস্ট্রিয়াল অথবা কমার্শিয়াল হিসাবে ব্যবহার করা হলে , বিল্ডিং লোড বিয়ারিং সক্ষমতায় তারতম্য হয়। যার ফলে বিল্ডিংকে পুনরায় শক্তিশালী করার প্রয়োজন পড়ে যার কারনেই রেট্রোফিটিং করা হয়ে থাকে)
উপরোল্লিখিত কারণে মূলত বিল্ডিং এ রেট্রোফিটিং বা স্ট্রেনথিনিং বা শক্তিশালী করার দরকার হয় ।

বিল্ডিং এ সাধারত কয়েক ধরনের রেট্রোফিটিং করা হয়।তা নিচে উল্লেখ্য করা হলো:

১.রিনফোর্স স্ট্রেন্থনিং রেট্রোফিটিং।
এটা সাধারনত রিনফোর্স দিয়ে কলাম কে জেকেটিং করা হয়
2.এক্সটারনালি বন্ডেড প্লেট রেট্রোফিটিং।
এক্ষেত্রে স্টিল প্লেট দিয়ে পুরো কলাম কে জেকেটিং করা হয়
৩.শিয়ার বা কম্প্রেশন স্ট্রেন্থনিং রেট্রোফিটিং।
এক্ষেত্রে ফাইবার রিনফোরস পলিমার ব্যাবহার করা হয়
রেট্রোফিটিংয়ের কাজের কিছু সবচেয়ে বেশি প্রচলিত রেট্রোফিটিং করার কিছু পদ্ধতি আছে।

1.Concrete Jacketing of Columns.
2.Steel Profile Jacketing of column.
3.Addition of Wing Wall.
4.Addition of extra structural member.
5.Ferro-cement.
6.Fiber Reinforced Polymer Wrapping.

ফাইবার রিনফোর্স পলিমার #FRP দিয়ে রেট্রোফিটিং
ফাইবার রিনফোর্স পলিমার বর্তমানে বহুল প্রচলিত একটি ম্যাটেরিয়াল । ফাইবার রিনফোর্স পলিমার সাধারনত কলামের সিসমিক রেট্রোফিটিং এর জন্যে ব্যাবহার করা হয়। স্টিল ও কনক্রিট এর জ্যাকেটিং এর থেকে ফাইবার রিনফোর্স পলিমার এর অনেক গুলো সুবিধা আছে ।

  • ফাইবার রিনফোর্স পলিমার অনেক বেশী স্ট্রেন্থ দেয় এবং খুবই হালকা ওজনে
  • হাই মডুলাস অফ ইলাস্টিসিটি
  • করোসন রেসিস্টেন্স
ফাইবার হচ্ছে দীর্ঘ filament এর তৈরি একটি উপাদান। একটি একক ফাইবার সাধারণত 15 um ব্যাস পর্যন্ত হয়। ফাইবারগুলির প্রধান ফাংশন হচ্ছে লোড বহন করা, স্থাপত্য বৃদ্ধি করা, এবং অন্যান্য স্ট্রাকচারাল বৈশিষ্ট্যগুলি সরবরাহ করা
বিভিওন্ন রকম ফাইবার রিনফোর্স পলিমার রয়েছে
  • কার্বন ফাইবার রিনফোর্স পলিমার
  • গ্লাস ফাইবার রিনফোর্স পলিমার
বিশেষ কথা: আমার এই তথ্যের মধ্যে যদি কোন তথ্য বাদ পড়ে বা এমন কোন রেট্রোফিটিং কথা বলা হয়নি যা পোষ্টে নেই। তা হলে আপনারা কমেন্ট বক্সে যানাবেন।তা সঠিক করার চেষ্টা করব।আর আমাদের সাইট টি যদি আপনাকে কিছুটা হলেও তথ্য দিয়ে থাকে তা হলে অবশ্যই আমাদের পাশে থাকবেন।ধন্যবাদ সবাইকে।

Post a Comment (0)
Previous Post Next Post