ইটের গাথুনির কাজ এবং ভালো ইট চেনার উপায়।


আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু :

ইটের গাথুনির কাজ এবং ইট চেনার উপায়। ইট কাদা মাটির তৈরি আয়তাকার ঘনবস্তু। উচ্চ তাপমাত্রায় পুড়ানোর পর ইহা কৃত্তিম পাথরের ন্যায় শক্ততা লাভ করে। ইটের উপাদান অ্যালুমিনিয়াম অক্সাইড সিলিকা আয়রন অক্সাইড ম্যাগনেসিয়াম জৈব পদার্থ ইত্যাদি । ইটের প্রকারভেদ :

প্রথম শ্রেণীর ইট দ্বিতীয় শ্রেণীর পিকেট ইট। প্রথম শ্রেণীর ইটের বৈশিষ্ট্য :
  • size (9.5*4.5*2.75) inch.
  • শক্ত দৃড়বদ্ধ গঠন, ফাটল মুক্ত হওয়া উচিত।
  • দুটিতে আঘাত করলে ধাতব পদার্থের মত শব্দ হবে।
  • সাইজ ঠিক থাকতে হবে।
  • নখ দিয়ে আসার কাটলে দাগ পড়বে না.
  • টি আকারে 5/6 ফুট উপর থেকে ফেললে ভাঙবে না।
  • ইটের নিজের ওজনের 15 থেকে 20 শতাংশ এর বেশি পানি শোষণ করবে না.
মর্টার তৈরির নিয়ম ও কার্যপ্রণালীর জন্য আশাকরি ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। Engr.Shahjahan kabir. Founder @Civil Engineering skill development program.
Post a Comment (0)
Previous Post Next Post