How To Construction Material Field Testing Procedure?

How To Construction Material Field Testing Procedure? 

How to Field Material Test. 

Field Test Of Construction Material 

ফিল্ড টেষ্ট কি?

উত্তর: ফিল্ড টেষ্ট হলো যে ম্যাটেরিয়ালস গুলা বিল্ডিং বা কোন নির্মান কাজের জন্য মালামাল গুলো ভালো মন্দ বুঝার জন্য মাঠ পর্যায়ে যে পরিক্ষা গুলা করা হয়ে থাকে তাকে ফিল্ড টেষ্ট বলে।construction material testing,

ব্যবহার কৃত মালামালের ফিল্ড টেষ্ট নিচে দেয়া হল:
১.রড়: 

রড়ের জন্য মাঠ পর্যায় ভালো কোন ব্যবস্তা নেই। তবে মোটামুটি যে জিনিস গুলা দেখা হয়।তা হলো।রড়ে মাথা চোখা থাকলে ভালো বলা হয়ে থাকে।
-আর মাথা যদি থেপড়া বা চ্যাপ্টা থাকে তবে রড় ভালো বলে গন্য হয় না।
-রড়ের হুক বানানোর  সময় রড়  ক্র‍্যাংক হবে না।

২. স্টোন চিপস : 

ভালো স্টোন চিপস হলে তার মধ্যে -কোন ময়লা থাকবে না।
-মরা পাথর থাকবে না।
-পাথর এর সাইজ ঠিক থাকবে।
-হাতে নিলে ওজন অনুভব হবে।

3.সিমেন্ট :

-সিমেন্টের ব্যাগ খোলে হাত ঢুকালে ঠান্ডা অনুভুত হবে।
- এক মুঠো সিমেন্ট এক গ্লাস পানিতে ছেড়ে দিলে। তা ভালো ভাবে নাড়াচাড়া দিলে পানি ঘোলা হবে না। 
-লোহার মধ্যে সিমেন্ট লাগিয়ে
 বালি:
-একগ্লাস পানির মধ্যে বালি ছেড়ে দিলে কাঠির সাহায্যে ভালো ভাবে নেড়ে দিলে বালির উপরে কোন  হালকা লেয়ার পরবে না।
পানি: 
-পানি খেয়ে যদি দেখা যায় কষ্টি অথবা লবনাক্ত মনে হয় তবে পানি দিয়ে কাজ করা যাবে না।
-পরিষ্কার বা খাবারের উপযুক্ত পানি সাইটের ব্যবহার এর উপযোগী হবে।

ম্যাটেরিয়ালস কনসাম্পশন চার্ট: 

১. ফর ১০০ সিএফটি  (১:১.৫:৩) 
                                    সিমেন্ট = ২১.৫ ব্যাগ। 
             স্টোন/ব্রিকস চিপস    = ৮৮     সিএফটি। 
                           সিলেট বালি = ৪৮      সিএফটি।
                                   পানি     = ৪৯৫   লিটার।

২. ফর ১০০ সিএফটি  (১:২:৪) 
                                   সিমেন্ট = ১৭.৫ ব্যাগ। 
               স্টোন/ব্রিকস চিপস = ৯০    সিএফটি। 
                           সিলেট বালি = ৩২    সিএফটি।
                                   পানি     = ৪০২ লিটার।

৩. ফর ১০০ সিএফটি  (১:৩:৬) 
                                   সিমেন্ট = ১২ ব্যাগ। 
               স্টোন/ব্রিকস চিপস = ৯০  সিএফটি। 
                           সিলেট বালি = ২৪  সিএফটি।
                                   পানি     = ২৭৬ লিটার।

Material testing in construction,
Testing of construction materials,
Materials testing,
Construction materials tester,
Construction testing materials,
Field test of construction materials pdf,
Field test of construction materials,
Construction material tests,

1 Comments

Post a Comment
Previous Post Next Post