How to Properly Paint the Exterior Design of your Home's.




So here are the steps to follow to paint a house:

Step-1: Prepare the exterior surface:

If the outer surface is plastered with a cement sand stream, then the sand particles are in an uneven state. It should be cleaned with. Care should be taken that it is rubbed with stones everywhere. No part should be left out later. How good the paint will be depends on the work of the surface. So it is very important to prepare it well.home exterior ideas




Step-2: Use Sealer (Water Sealer, Sika Wall Decor):

There are 2 types of sealer, one is liquid and the other is powder which has to be prepared. However, liquid water sealer tea is used more. Mix 1: 1 with 1 gallon of sealer and 1 gallon of water well. When you have finished mixing, you have to use a roller to pull the sealer over the thick surface of the surface.home styles

 And where there is a problem with the roller, you have to apply it with a brush on all the places. Make sure that the water sealer is applied everywhere. When it is complete, it must be given time to dry. After 2/3 days, the next step has to be started.


modern exterior house designs 2021.

Step-3: Use wall putty:

Wall putty is available in the form of paste to make the work easier to keep pace with the times. However, it can also be made by hand. To prepare the putty, chalk powder will be used. Puti will have to pay. It should be given in such a way that the words do not fall more or less. The surface will be bumpy.

 In that case Ebrothebro will be seen. When putty is finished in all places. It will have to wait for 2/3 days to dry. Now you have to rub the thick surface with 60 series paper. You have to take care not to leave it out anywhere.



Step-4: Paint Selection and Application:

If the paint of the house is of good quality to enhance the beauty of the house, then the exterior becomes attractive to the human eye. Of course, for good quality work, the completion of the architect is important.



So you have to choose the color depending on the architect or the owner. For the exterior paint, you have to choose the weather coat for the resistance of the outside sun, rain and sand.

In order to prepare the dye, it is necessary to mix it well with mineral water 20/30%. In this way, after drying for 2/3 days, the next coat or final coat should be given again. 2 coats of paint can be used for external work.



So 2nd coat final coat should be completed according to the direction of 1st coat Care should be taken not to leave any space behind. So the work has to be done carefully.


 কিভাবে সঠিকভাবে আপনার বাড়ির বাহ্যিক নকশা আঁকা.

পেইন্ট কয়েকটি বৈশিষ্টের এবং সঠিক ব্যহার বিধির মাধ্যমে আপনার বাহিরের স্থাপত্যশৈলী কে আরো চমক প্রদ করে তুলে।পেইন্টের সঠিক ব্যবহার এর মাধ্যমে নির্মাণ কারির বাড়ির গর্ববোধ প্রকাশ পাই।সঠিক ব্যক্তিক্তের পরিচিতি লাভ করে।তাই বাড়ি নির্মান এর আগে এই সম্পর্কে পূর্ন জ্ঞান থাকা আবশ্যক।

তাই বাড়ি নির্মান এর পেইন্ট করার জন্য কি কি ধাপ অনুসরন করতে হবে তা নিচে দেয়া হলো:

ধাপ-১:  বাহিরের সারফেস প্রস্তুত করুন

বাহিরের সারফেস টি যদি কোন সিমেন্ট বালি ধারা প্লাস্টার করা থাকে সে ক্ষেত্রে বালির কনা গুলো অমশৃন অবস্থায় থাকে।সে ক্ষেতে আমরা ৮০/৬০ পাথর দিয়ে ঘষে  সারফেস টি মশৃন এবং সমান করে নেয়া হয়।এবং লেগে থাকা ডাষ্ট গুলো কে সাথে সাতে ব্লুরাল / হাওয়া মেশিন দিয়ে পরিষ্কার করে নিতে হবে।খেয়াল রাখতে হবে সব জায়গায় যেন পাথর দিয়ে ঘষা হয়। কোন একটি অংশ যেন বাদ না পরে। সারফেস এর কাজের উপর নির্ভর করে কতটা ভালো হবে পেইন্ট। তাই সেটি ভালো ভাবে প্রস্তুত করা অত্যাবশ্যকীয় জরুরী।

ধাপ-২: Sealer( Water Sealer, Sika Wall Decor) ব্যবহার করুন:

সিলার ২ ধরের পাওয়া যায় একটি লিকুইড এবং একটি পাউডার জাতীয় যা প্রস্তুত করে নিতে হয়।তবে বেশি ব্যবহার হয় লিকুইড ওয়াটার সিলার টি।সিলার ব্যবহার এর পূর্বে খেলাল রাখতে হবে এর ১ গ্যালন সিলার এর সাথে কি পরিমান মিনারেল ওয়াটার মিশাতে হয়।তবে ১ গ্যালন সিলার এর সাথে ১:১ অর্থাৎ ১ গ্যালন সিলার এর সাথে ১ গ্যালন পানি মিশাতে হবে ভালো করে। সম্পূর্ণ মিশানোর শেষ হলে এবার রোলার ব্যবহার করে সারফেস এর পুরু জায়গা জুড়ে সিলার দিয়ে টেনে দিতে হবে।আর যে সব জায়গায় রোলার দিয়ে সমস্যা হয় সে সব জায়গায় ব্রাশ দিয়ে লাগিয়ে দিতে হবে।খেয়াল রাখতে হবে ওয়াটার সিলার যেন সব জায়গায় দেয়া হয়।সিলার এর কাজ সম্পূর্ণ হলে অবশ্যই তা শুকানোর জন্য সময় দিতে হবে ২/৩ দিন তার পর পরের ধাপের কাজ শুরু করতে হবে।

ধাপ-৩: ওয়াল পুটি ব্যবহার করুন:

যুগের সাথে তাল মিলিয়ে কাজ কে সহজ করতে ওয়াল পুটি পেষ্ট আকারে পাওয়া যায়।তবে হাতে তৈরী করেও করতে পারে।পুটি প্রস্তুত করার জন্য  চক পাউডার ব্যবহার করা হবে থাকে ২৫%/৩০% সাথে পরিমিতি পানি মিশ্রন করে প্রস্তুত করতে হবে।এবার পুরু জায়গা জুড়ে পুটি দিতে হবে। এমন ভাবে দিতে হবে যেন কথাও বেশি বা কম না পড়ে। তাতে সারফেস এর উঁচুনিচু হবে।সে ক্ষেত্রে এবরোথেবরো দেখা যাবে।সমস্ত জায়গায় পুটি দেয়া শেষ হলে।সেটি কয়েক দিন শুকানোর জন্য অপেক্ষা করতে হবে ২/৩ দিন। এবার ৬০ নাম্বার সিরিজ পেপার দিয়ে পুরু সারফেস ঘষতে হবে।কোথাও যেন বাদ না পড়ে খেয়াল রাখতে হবে।

ধাপ-৪:পেইন্ট নির্বাচন ও কার্যপব্দতি:

বাড়ির সৌন্দর্য্য কে ফুটিয়ে তোলার জন্য বাড়ির পেইন্ট যদি হয় ভালো মানের তা হলে বাহিরের অংশটি হয়ে ওঠে মানুষের চোখে দৃষ্টি নন্দন আকশ্যনীয়। অবশ্যয় ভালো মানের কাজের জন্য আর্কিটেক্ট এর সমাপন্ন হওয়া জরুরী। তাই আর্কিটেক্ট বা মালিকের উপর নির্ভর করে রঙ নির্বাচন করতে হবে।বাহিরের পেইন্ট এর জন্য বাহিরের রোদ,বৃষ্টি দোলবালি প্রতিরোদ এর জন্য ওয়েদার কোট নির্বাচন করতে হবে।যাতে আবহাওয়া প্রতিকুলেও যেন সৌন্দর্য্য কে ধরে রাখতে পারে।

রংকে প্রস্তুত করার জন্য মিনারেল ওয়াটার ২০/৩০ ফ % দিয়ে ভালো করে মিশ্রন করে নিতে হবে।এবার রোলার,ব্রাশ দিয়ে সাবধানের সাথে আগে যে সব ছোট জায়গা আছে সে গুলে তে আগে রঙ স্পর্শ করে পুরো জায়গায় রোলার দিয়ে রঙ সম্পন্ন করতে হবে প্রথম ধাপের কাজ।এই ভাবে ২/৩ দিন শুকানোর পর আবার পরের কোট বা ফাইনাল কোট দিতে হবে।বাহিরের কাজের জন্য পেইন্ট ২ কোট ব্যবহার করা যেতে পারে।তাই ২য় কোট ফাইনাল কোট সম্পন্ন করতে হবে ১ম কোট এর দিক নির্দেশনা অনুযায়ী। খেয়াল রাখতে হবে যেন কোন জায়গা যেন বাদ না পরে। তাই শতর্কতার সাথে কাজ সম্পূর্ণ করতে হবে।




1 Comments

Post a Comment
Previous Post Next Post