What is ceiling plaster? The full idea of ​​why and how is done is given below


 Plaster is the process of making mortar with cement, sand, water. It is the work of plastering or smoothing the lower part of the brick masonry or the lower part of the roof.  This enhances the beauty of the room.(how to plaster a ceiling for beginners)

 


All the work that has to be done before plaster.  It is given below:

 Wall preparation before plaster:

 If the wall is old for a long time then algae accumulates.So the algae should be rubbed well with a wire brush and cleaned with water. After that the whole wall should be soaked well so that water goes all over the place.C.In case of C, it should be chipped well.When the cleaning is done, make grout with cement and water and sprinkle it all over the wall so that it is sprinkled everywhere.(plaster for ceiling)



 Prepare the lower part of the roof for plaster:

 Since the lower part of the roof is less invisible to us, the thing that gives us more importance is chipping.Chipping is an important factor that helps keep the mortar at the bottom of the roof. So you must start the work of plaster to see if there is chipping before work. When chipping is done, you have to check it.(ceiling plastering)

 The chipping must be 1 / 1.2 inch apart.I use an iron basuli for chipping. One of its heads is flat with the help of which the chipping is done by hitting with the hand.

 Below are some of the tools that are needed before plastering:
 
 1-  Olan.
 2-  yarn.
 3-  Steel Patra
 4-  pan.
 5-  shovel.
 6-  Wood Plaster Trowels.
 7-  Steel Corney.
 8-  Spirit level.
 9-  Basuli.
10- Chisel
11- Hammer
(plaster ceiling material)



Mortar making work:

 Before making mortar, you need to see if the sand FM is OK. If the sand FM is 1.2 to 1.6 FM, then it is suitable for plaster work.The sand has to be sifted first and then it has to be continued.So that large grains of sand and gravel can be removed.It will get more smoothness of plaster.

 Field level tests and laboratory tests.If everything is in order, it will be suitable for work. For making plaster mortar, CEM-2 or PCC which is called Portland Composite Cement.( plastering walls and ceilings)

 Mortar should be applied by throwing it all over the roof or masonry.Before installing mortar on the ceiling or wall, the point of placement of the electric line should be marked and the mortar should be left blank. Care should be taken to ensure that the mortar does not fall on the electric lines.(what kind of plaster is used on ceilings)

When the mortar is applied, work should be done in phases.You have to finish the work by leveling according to those spots. When the work is finished, you have to check whether the level is right with the corner thread again. If everything is right, you have to finish the work.(What kind of plaster is used on ceilings)....Read....




প্লাস্টার হচ্ছে সিমেন্ট, বালি, পানি দিয়ে মর্টার তৈরী করে ইটের ওয়াল গাঁথুনি বা ছাদের নিচের অংশ কে অমশৃন তল কে মশৃন করার কাজ হচ্ছে প্লাস্টার বা মর্টার এর। এতে রুমের সৌন্দর্য্য বৃদ্ধি পায়।

প্লাস্টার এর আগে যে সব কাজ গুলো করতে হয়। তা নিচে দেয়া হলো:

প্লাস্টার এর আগে ওয়াল প্রস্তুতি :

ওয়াল যদি বেশি দিন পুরনো থাকে সে ক্ষেত্রে শেওলা জমা হয় তাই।শেওলা গুলি ওয়্যার ব্রাশ দিয়ে ভালো করে ঘষে পানির সাহায্যে পরিষ্কার করে নিতে হবে।এর পর পুরো ওয়াল ভালো করে ভিজিয়ে নিতে হবে যেন সব জায়গায় পানি যায়।আর যদি ওয়াল করার কোন জায়গায় আর. সি. সি পড়ে সে ক্ষেত্রে চিপিং করে নিতে হবে ভালো করে।

 পরিষ্কার করা শেষ হলে।সিমেন্ট এবং পানি দিয়ে গ্রাউট বানিয়ে পুরো ওয়াল এ ছিটিয়ে দিতে হবে ভালো করে যেন সব জায়গায় ছিটানো হয়।

প্লাস্টারে জন্য ছাদের নিচের অংশ প্রস্তুত করন:

যেহেতু ছাদের নিচের অংশ আমাদের অমৃশন কম থাকে সে ক্ষেত্রে যে জিনিস টি আমাদের বেশি গুরুত্ব দিয়ে থাকি সেটি হচ্ছে চিপিং। চিপিং এমন একটি গুরুত্ব পূর্ণ বিষয় যা মর্টার কে ছাদের নিচের অংশে ধরে  থাকতে সাহায্য করে। 

তাই অবশ্যই কাজের আগে চিপিং হইছে কিনা তা দেখে প্লাস্টার এর কাজ শুরু করতে হবে।চিপিং করা শেষ হলে তা চেক দিতে হবে।

চিপিং অবশ্যই ১/১.২ ইঞ্জি পর পর থাকতে হবে।চিপিং এর জন্য লোহার তৈরী বাসুলি ব্যহার করে থাকি।যার এক মাথা চ্যাপ্টা থাকে যার সাহায্যে চিপিং করা হয়ে থাকে হাত দিয়ে আঘাত করার মাধ্যমে।

প্লাস্টার এর পুর্বে যে সব যন্ত্রপাতি প্রয়োজন হয় তা নিচে দেয়া হলো:
১-ওলন।
২-সুতা।
৩-স্টিল পাট্রা
৪-কড়াই।
৫-বেলচা।
6-Wood Plaster Trowels।
7- স্টিল কর্নি।
৮- স্পিরিট লেভেল।
৯- বাসুলি।
১০- চিজেল/Chisel
১১- হাতুড়ি 

 মর্টার তৈরীর কাজ:

মর্টার  তৈরী করার জন্য আগে বালির এফ এম ঠিক আছে কিনা তা দেখতে হবে বালির এফ এম ১.২ থেকে ১.৮  এফ এম হলেই প্লাস্টার এর কাজের জন্য উপযোগী। বালি কে প্রথমে চালুনিতে নিয়ে তা চালিয়ে নিতে হবে।যাতে বালির বড় কনা এবং কংকর গুলা সরিয়ে ফেলা যায়।এতে প্লাস্টারের মশৃনতা বেশি পাবে।

এছাড়াও বালির বিভিন্ন টেষ্ট করা হয়। মাঠ পর্যায়ে টেষ্ট এবং ল্যাবরেটরিতে টেষ্ট। সব কিছু ঠিক ঠাক থাকলেই কাজের উপযোগী হবে।প্লাস্টারের  মর্টার তৈরীর জন্য CEM-2 বা P.C.C যাকে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট বলা হয়।

মর্টার তৈরীর জন্য ১:৪/১:৫ অনুপাতে তার সাথে পরিমান মতো পানি দিয়ে মর্টার  তৈরী করে নিতে হবে।এবার কর্নির দিয়ে মর্টার ছাদ বা গাঁথুনিতে সজুড়ে নিক্ষেপ করে করে মর্টার লাগাতে হবে। সিলিং বা  ওয়াল এ মর্টার লাগানোর আগে ইলেক্ট্রিক লাইনের  বসানোর পয়েন্ট গুলা চিহ্নিত করে খালি রেখে মর্টার লাগাতে হবে।

যেন ইলেক্ট্রিক লাইন গুলোর উপর মর্টার যেন না পড়ে সে দিকে খেয়াল রাখতে হবে। মর্টার লাগানো শেষ হলে পর্যায়ক্রমে কাজ  করতে হবে।৪ পাশে লেভেল করে নিয়ে দাগ দিয়ে নিতে হবে। সেই দাগ অনুযায়ি লেভেল করে কাজ শেষ করতে হবে।কাজ শেষ হলে আবার কোনাকুনি সুতা দিয়ে লেভেল ঠিক আছে কিনা তা  যাচাই করে নিতে হবে।সব কিছু ঠিক থাকলে কাজ শেষ  করতে হবে।

Post a Comment (0)
Previous Post Next Post