ফ্লোর স্ল্যাব কি? স্ল্যাবের প্রকারভেদ এবং কি কি স্ল্যাব সচারচর ব্যবহার হয়।
What Is Concrete Mix Ratio? Concrete Design Mix details
আর.সি.সি ফ্লোর স্ল্যাব কি? স্ল্যাবের প্রকারভেদ এবং কি কি স্ল্যাব সচারচর ব্যহৃত হয়-
স্ল্যাব হচ্ছে রড, সিমেন্ট, বালি, পানি মিশ্রিত করে কনক্রিট তৈরী পাতলা ঢালাই করে মশৃন ও সমতল পৃষ্ঠে রুপান্ত হয় তাকেই স্ল্যাব বলে।স্ল্যাবের থিকনেস তার ডিজাইন উপর নির্ভর করে নির্মান করা হয়ে থাকে। এর মধ্যে প্রচলিত হয়ে থাকে বেশি ৪"/৫"/৬"/৮" তবে এর কমও হয়ে থাকে।একটি বাড়ির ভিতরের যে অংশে স্ল্যাবটি থাকে তাকে মেঝে ধরা হয়।আর উপর যে অংশ থাকে থাকে স্যাব বলা হয়।অর্থ্যাৎ সেই ফ্লোর এর রূফ স্ল্যাব বলা হয়।
ফ্লোর স্ল্যাব প্রধানত ২ প্রকার হয়ে থাকে যথা:
১-One-way স্ল্যাব (একমুখী স্ল্যাব)
২- Two - way স্ল্যাব (ব্দিমুখী স্ল্যাব)
One - Way Slab(একমুখী স্ল্যাব)ঃ
যে সব স্ল্যাবের রিনফোর্সমেন্ট প্রস্থের দিকে বিম,ওয়াল,সাপোর্ট এর উপর অবস্থান করে থাকে তাকে এক মুখী স্ল্যাব বলে।একমুখী স্ল্যাব এর মেইন রড এক দিকে থাকে। এই স্ল্যাবের আরোপিত লোড প্রান্তভাগে বিম বা ওয়ালের উপর অবস্তান করে লোড স্থানান্তরিত করে থাকে।দৈর্ঘ্য বরাবর টেম্পারেচার ও শ্রিংকেজ রড ব্যবহার করা হয়। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্ল্যাবের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ২ অথবা ২ এর বেশি হয়। One Way স্ল্যাব এর মেইন রড লম্বা লম্বি প্রান্তব্দয়ের উপর অবস্থান করে থাকে।
রিনফোর্সমেন্ট পব্দতি অনুযায়ী One Way স্ল্যাব ৩ প্রকার। যথাঃ-
১/One - Way Solid Slab(একমুখী সলিড স্ল্যাব)
২/One - Way Rebbed Slab(একমুখী রিবেড স্ল্যাব)
৩/Pre - Cast Slab(প্রি- কাষ্ট স্ল্যাব)
সামগ্রিকভাবে আর.সি. সি স্ল্যাব ৫ প্রকার | যথাঃ-
1/ One - Way Slab(একমুখী সলিড স্ল্যাব)
2/ Two - Way Slab(একমুখী রিবেড স্ল্যাব)
3/ Flat Slab
4/ Rebbed Slab
5/ R.B Slab