একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে সাইটে কাজ করার জন্য। কিছু খুটি নাটি বিষয় মনে রাখতে হয়। যা সচারচর আমরা ব্যবহার করে থাকি।এই সব টপিক গুলা যদি একজন সিভিল ইঞ্জিনিয়ার মনে রাখতে পারে তা হলে সহজে ছোট ছোট কাজ গুলা সমাধান করা যায়।
আপনি যদি একজন সাইট ইঞ্জিনিয়ার বা সাইট সুপার ভিশন করেন তা হলে রডের কিছু হিসাব নিকাশ মনে রাখতে হয়। যা তাৎক্ষনিক ভাবে রড়ের বের করা যায় আমার কত ফিট বা কত মিটার রড়ে আমার কত কেজি হয়।তাই আমারা ফিট থেকে কি ভাবে কেজি তে নিতে পারি সহজে তাই দেখব।
(Unit weight of steel in kg/ft.)
ফিট থেকে কেজিতে রুপান্ত করন:
ডায়া ফিট কেজি
১০ এম.এম ডায়া ১ ফিট ০.১৮৭
১২ এম.এম ডায়া ১ ফিট ০.২৭০
১৬ এম.এম ডায়া ১ ফিট ০.৪৮১
২০ এম.এম ডায়া ১ ফিট ০.৭৫১
২৫ এম.এম ডায়া ১ ফিট ১.১৭০
৩০ এম.এম ডায়া ১ ফিট ১.৬৯১
৩২ এম.এম ডায়া ১ ফিট ১.৯২৪
এছাড়াও আমরা সূত্রের সাহায্যে বের করে থাকি।
সূত্রঃ
রডের ডায়া X রড়ের ডায়া ÷৫৩২.২ দিয়ে ভাগ করলে
আমাদের ফিট হতে কেজিতে বের হয়ে যাবে।
(Unit weight of steel per meter.)
মিটার থেকে কেজিতে রুপান্ত করন:
ডায়া মিটার কেজি
১০ এম.এম ডায়া ১ মিটার ০.৬১৬
১২ এম.এম ডায়া ১ মিটার ০.৮৮৭
১৬ এম.এম ডায়া ১ মিটার ০.১.৫৭৮
২০ এম.এম ডায়া ১ মিটার ২.৪৬৬
২৫ এম.এম ডায়া ১ মিটার ৩.৮৫৩
৩০ এম.এম ডায়া ১ মিটার ৫.৫৪৮
৩২ এম.এম ডায়া ১ মিটার ৬.৩১৩
এছাড়াও আমরা সূত্রের সাহায্যে বের করে থাকি।
সূত্রঃ
রডের ডায়া X রড়ের ডায়া ১৬২.২ দিয়ে ভাগ করলে
আমাদের মিটার হতে কেজিতে বের হয়ে যাবে।