গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ৭৮ জনের সরাসরি নিয়োগ দিচ্ছে।
উপরোক্ত নিয়োগ যে সব ডিপ্লোমা সেক্টর এ জনবল নিবে তা হলে:- সিভিল টেকিনোলজি, এগ্রিকালচার টেকিনোলজি, তড়িৎ বিভাগ, যান্ত্রিক বিভাগ, পাওয়ার সেক্টর, সার্ভে এছাড়াও নন ডিপার্টমেন্ট এর বিভিন্ন ক্যাটাগরি রয়েছে।
তাই দেরি না করে এপ্লিকেশন করে পড়াশোনা প্রস্তুতি নেন।
যেহেতু ডিপার্টমেন্ট অনেক গুলা প্রতিযোগীতাও অনেক বেশি।আপনি আপনার লক্ষ্যে পৌছাতে হলে অবশ্যই প্রতিযোগিতা করে চাকরি নামক সোনার হরিণ টা ছিনিয়ে আনতে হবে।হতাশ হবেন না।কবি এই জন্যই বলছেন (পাড়িবো না এই কথাটি বলিও না আর,এক বার না পাড়িলে দেখ শতবার)।তাই নিজের মধ্যে চেষ্টাটাই বেশি থাকতে হবে।
আমাদের এই ওয়েব সাইটে আপনারা সিভিল টেকিনোলজি সকল প্রকার জব সার্কুলার পাবেন।এছাড়াও সিভিল টেকিনোলজি বেসিক জ্ঞান,ইঞ্জিয়াদের চাকরি তে প্রথমে কিভাবে শুরু করবে,বিভিন্ন প্রকার মালামালের এস্টিমেট,সিভিল টেকিনোলজি পড়াশোনা, অটোক্যাড কোর্স সমূহ বেসিক থেকে,ড্রইং ডিজাইন সম্পর্কে ধারনা ইত্যাদি।
সার্কুলার সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচে যান।
Jobs Full Information:
Authority Namer: বাংলাদেশ কৃষি উন্নয়ন
কর্পোরেশন (BADC)।