১) Function Of Key:
Key Board এর উপরের সারিতে যে বাটন গুলা সাজানো থাকে। অর্থাৎ ESC বাটন থেকে F12 বাটন পর্যন্ত সকল বাটন কে Function Of Key বলা হয়।
Auto Cad দিয়ে Drawing Design করতে Function Key এর যে কমান্ড গুলা বেশি প্রয়োজন হয়। সেই কমান্ড গুলা নিয়ে নিছে বিস্তারিত দেয়া হলোঃ-
Command: ESC, F8, F3 Details
(A) Details of ESC বাটনঃ
Esc Key হচ্ছে কাজের ক্ষেত্রে বিভিন্ন কমান্ড দিয়ে কাজ করা হয়।তাই পর্যায়ক্রমে একটি কমান্ড কে বাদ দিয়ে আরেক টি কমান্ড প্রয়োগ করার আগে কমান্ড টি বাদ দেয়া হয়ে থাকে।তাই Esc কমান্ড কাজ হচ্ছে একটি কমান্ড কে Cancel বা বাতিল করে অন্য কমান্ড ব্যবহার করে কাজ করা।
(B) Details of F3 বাটনঃ
F3 বাটনের কাজ হচ্ছে Osnap নামে একটি কমান্ড আছে। যা Osnap টি ON/ OFF করলে স্কিনে থাকা ড্র করা লাইন গুলোর মাঝে লাইনের POINT দেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে।
(C) Details of F8 বাটনঃ
F8 বা ORTHO Mode কে Key বোর্ড থেকে ক্লিক করে সহজে F8 বা ORTHO- ON/OFF মাধ্যমে ড্র করা লাইন গুলাও কে সোজা এবং আকাঁ-বাকা করা যায়।অর্থাৎ F8 বাটন টি প্রেস করে যে কোন লাইন কে সোজা এবং যে কোন এ্যাজ্ঞেলের লাইন ড্র করা যাবে।
AutoCad এর Drafting Setting এবং Units Setting কিভাবে Setup করতে হয়। সেটাই আজকের ব্লগে তুলে ধরব।আসা করি আপনাদের কাজে লাগবে।অবশ্যই আপনাকে কমান্ড গুলা দিয়ে প্রতিদিন আটোক্যাডে চর্চা করতে হবে।তা হলেই ড্রয়িং শিখা সম্ভব।
Command= ( DS +Enter )
Work:Drafting Setting Key বোর্ড হতে DS + Enter প্রেস করলে স্কিনে অনেক গুলা অপশন আসবে যা Osnap এর বিভিন্ন পয়েন্ট এর সেটিং ঠিক ভাবে ব্যবহার করার জন্য করা হয়ে থাকে।
Details: ( DS +ENTER ) Objects Osnap এ Click. এর পর Select All এ Click এবং OK এ Click.তা হলে আপনার ড্রাফটিং সেটিং টি সহজে হয়ে যাবে।
Unit Setting:-
Command = (UN +Enter).
Work: AutoCad এর Input Setting ঠিক করা হয়।
Details: (UN + Enter) এ Click করে LENGHT এ TYPES থেকে Architectarul.
Precision = 0'-01/2",
Unit To Scale = Inches, সব শেষে OKএ Click.
অবশ্যই আপনি প্রতিদিনের কাজ প্রতিদিন চর্চা শেষ করে পরবর্তী ধাপে অগ্রসর হবেন।ইনশাল্লাহ আপনাদের কে আমি পার্ট বাই পার্ট দেয়ার চেষ্টা করব। যেন আপনার বেসিক থেকে শিক্ষা গ্রহন করতে পারেন।