সয়েল টেষ্ট কি? কেন করা হয়? এবং সয়েল টেষ্ট কিভাবে করা হয়।


সয়েল টেষ্ট কি? কেন করা হয়? এবং সয়েল টেষ্ট কিভাবে করা হয়।


  •  ‌সয়েল টেষ্ট কাকে বলে সংজ্ঞা :
মাটি এমন একটি মৃতিকা যা আমরা চাইলেও সহজে মাটির দিকে তাকালে তা বুঝতে পারা যাবে না। মাটির নিছে কি আছে এবং কোথায় নরম মাটি, কোথায় বালি মাটি আবার কোথায় শক্ত মাটি আছে তা জানা সম্ভব না আমাদের পক্ষে।তাই উচু উচু বিল্ডিং নির্মাণ করার সময় মাটির নিচের অবস্থা কেমন।বিল্ডিং করার উপযোগী কি না।Soil test procidure যে বিল্ডিং টি নির্মাণ করা হবে তার ভারবহন ক্ষমতা নিতে পারবে কি না মাটি। তার জন্য যে টেষ্ট করা হয়ে থাকে থাকে সয়েল টেষ্ট বলে।তাই সয়েল টেষ্ট ভবন নির্মানের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। soil test সয়েল টেষ্ট কি।
soil test equipment,
equipment for soil testing,soil test for construction,soil lab tests,
soil sample,soil testing methods,soil testing 

  • সয়েল টেষ্ট কেন করা হয় :

 আমারা মাটি বা সয়েল টেষ্ট কেন করি তার কারন হলো মাটির ব্যায়ারিং ক্যাপাসিটি অর্থাৎ মাটির ভারবহন ক্ষমতা পরিক্ষা করার জন্যই। মাটি পরিক্ষা বা সয়েল টেষ্ট করা হয়।একটি বিল্ডিং নির্মাণ করার সময় প্রথম যে ধাপ এবং গুরুত্ব পূর্ণ কাজ হলো মাটি পরিক্ষা।বিল্ডিং বা ভবন টি কোন কাজের জন্য কলকারখানা, আবাসিক ভবন,মসজিদ, মাদরাসা, মার্কেট, পাওয়ার প্লান্ট,ইত্যাদি নির্মাণ করার জন্য আওতাভুক্ত হয়।তখন মাটির ডিজিটাল টেষ্টয়ের ফলাফলের উপর ভিত্তি করে মাটির কন্ডিশন বা পরিক্ষার মাধ্যমে কাঠামোর স্ট্রাকচার করা হয়ে থাকে।তাই বলা যেতে পারে মাটি পরিক্ষাই বিল্ডিং এর প্রধান স্তম্ভ।যা ছাড়া,বিল্ডিং ডিজাইন ব্যর্থ। মাটি পরিক্ষা ব্যতিত বিল্ডিং করা আর ডাক্তারের পেসক্রিবশন ছাড়া ঔষধ সেবন করা একি কথা।তাই বিল্ডিং নির্মান করার জন্য সয়েল টেষ্টের ভুমিকা অপরিহার্য।‌soil test report মাটির ভারবহন ক্ষমতা নির্ণয়ের পদ্ধতি

  • সয়েল টেষ্টের জন্য কি কি মালামালের প্রয়োজন পড়ে তা নিচে দেয়া হলো:
১-তেপায়া 
২-সেলো মেশিন 
৩-বোরিং পাইপ 
৪-কেজিং পাইপ 
৫-হ্যামার ৬৫ কেজির 
৬-লোহার পুলি 
৭-ড্রিল পাইপ 
৮-চিজেল 
৯-মেশিনের হোজ পাইপ। পানি নির্গমনের জন্য। 
১০-পেনিটেশন N এর মান নির্ণয় করার জন্য গাইড পাইপ। ১১-স্প্লিট স্পুন্স স্যাম্পলার 
১২-রশি 

আরো অন্যান্য মালামালের প্রয়োজন পড়ে।যে সব মালামালের কাজ বেশি সেই সব মালামালের তালিকা করা হয়েছে।সয়েল টেষ্ট রিপোর্ট 

  • সয়েল টেষ্ট সাধারণত ২ ভাবে করা হয়ে থাকে

১-ওয়াস বোরিং পব্দতির মাধ্যমে। 
২-হাইড্রোলিক মেশিনের সাহায্যে। 

 যেহেতু বাংলাদেশে ওয়াস বোরিং টাই বেশি প্রচলিত। তাই ওয়াস বোরিং পব্দতি টি নিয়ে কথা বলব।এবং কার্য্যপব্দতি তুলে ধরব। মাটির ভারবহন ক্ষমতা নির্ণয়ের পদ্ধতি

  •  মাটি পরিক্ষা টেষ্ট সাধারনত ২ ধরনের করা হয়ে থাকে: 

১.ফিল্ড টেষ্ট 
২.ল্যাবরেটরি টেষ্ট ফিল্ড 


  • টেষ্ট আবার ২ প্রকার যথা:- 

১.প্লেট লোড ব্যায়ারিং টেষ্ট 
২.এস.পি.টি. টেষ্ট  ‌

  • প্লেট লোড ব্যায়ারিং টেষ্ট কি?

 মাটির যে কোন স্তরের ব্যায়ারিং ক্যাপাসিটি সঠিক ফলাফল যানা যায় এবং মাটির সংকোচক মাপা যায় বা নির্ণেয় করা যায়।  ‌

  • এস.পি.টি. টেষ্ট কি? 

মাটির যেমন N ভেল্যুর মান নির্ণয় করা যায়। তেমনি মাটি সংগ্রহ করে তা ল্যাবরেটরিতে টেষ্ট করে যায়। standard penetration test

  •  ল্যাবরেটরি টেষ্ট: ASTM অনুযায়ী ল্যাবরেটরি টেষ্ট এর ধাপ সমূহ: 

১.ময়েশ্চার কন্টেন্ট টেষ্ট। 
২.ঘনন্ত টেষ্ট। 
৩.আপেক্ষিক গুরুত্ব টেষ্ট। 
৪.প্যাস্টিসিটি টেষ্ট। 
৫.কনসোলেডিশন টেষ্ট। 
৬.ডাইরেক্ট শেয়ার টেষ্ট।ইত্যাদি
standard penetration test n value.
standard penetration test astm.
  • আগে জেনে নেই কতটুকু জায়গা কতটা বোরিং করা হয়ে থাকে। সূত্র ( BNCC) কোড অনুযায়ী। 

১.এক থেকে ৩ কাঠা জমির জন্য ৩ টি বোরহোল করতে হবে। 

২.তিন থেকে ৫ কাঠা জমির জন্য ৫ টি বোরহোল করতে হবে। 

৩.পাচ থেকে ১০ কাঠা জমির জন্য ৮ টি বোরহোল করতে হবে।  ‌

  • সয়েল টেষ্ট কার্যপব্দতি নিচে দেয়া হলো:

সয়েল টেষ্ট করার জন্য প্রথমে যেখানে সয়েল টেষ্ট করা হবে সেই যায়গাটি আগে পরিষ্কার করে সমান্তরাল করে নিতে হবে।যদি যায়গাটি কাদা বা পানি থাকে তা হলে বালি দিয়ে ফিলিং করে নিতে হবে।বালি ফিলিং কাজ শেষ হলে এবার তে-পায়া বসাতে হবে।সয়েল টেস্ট করার নিয়ম।

তে - পায়ার উপরে ৩ টি মাথার মাঝ বরাবর সয়েল টেষ্ট এর হোল করা হবে।তে পায়ার ৩ টি মাথা সংযুক্ত স্থানে নিচে লোহার পুলি বসাতে হয়।পুলির মধ্যে দিয়ে ধরি ঢুকানো থাকে যার এক প্রান্ত হ্যামার এবং এক প্রান্ত খোলা অবস্থায় থাকে যা হাত দিয়ে টেনে হ্যামার উপরে ওঠানো হয়ে থাকে।সয়েল টেষ্ট করার হোল বরাবর কেজিং পাইপ বসাতে হয়।যেহেতু মাটির উপরের অংশ একটু নরম থাকে।সয়েল টেস্ট করার পদ্ধতি।

কেজিং পাইপ টি ৫-১০ ফিট হয়ে থাকে।কেজিং পাইপটি হ্যামারিং করে ঢুকানো হয়। এবার কেজিং পাইপ এর ভিতর দিয়ে চিজেল এর মাথায় বোরিং পাইপ লাগিয়ে প্রবেশ করানো হয়।এবার হ্যামায়ের মধ্যো খানে যে ছিদ্রপথ থাকে সেখান দিয়ে গাইড লাইনের পাইপ ঢুকানো হয়।গাইড পাইপটির ঠিন নিচ থেকে ৩০" একটা দাগ কাটা হয়। তার কারন হলো হ্যামার টি ওই পর্যন্ত ওঠিয়ে আবার ছেড়ে দএয়া হয়। বোরিং এর ঘাত সংখ্যা নির্ণেয় করার করার জন্য প্রথমে বোরিং পাইপ এর গায়ে ১৮" দাগ কাটা হয় যার ৬ " জন্য কোন ঘাত সংখ্যা ধরা হয় না।এবার যখন হ্যামার টি রশির মাধ্যমে ৩০" পর্যন্ত ওঠিয়ে ছেড়ে দেয়া হয়।সয়েল টেস্ট করার পদ্ধতি।

এক ফিটের ঘাতের সংখ্যা হিসাব করা হয়ে থাকে।এর পর পর্যায় ক্রমে এই ভাবে ৬ " পর পর দাগ কেটে না বোরিং করে ঘাত সংখ্যা খাতায় ওঠানো হয়।মাটির সেম্পল কালেক্ট করার জন্য প্রতি ৫ ফিট অন্তর অন্তর সেম্পল কালেক্ট বা নমুনা সংগ্রহ করা হয়। N ভেল্যুর মানের উপর নির্ভর করে বোরিং কত ফিট করা হতে তা বুজতে পারা যায়।এভাবে পর্যায় ক্রমে সতকর্তার সাথে কাজ শেষ করা হয়।সয়েল টেস্ট রিপোর্ট এ কি কি থাকে।

পরবর্তিতে সব সেম্পল কালেক্ট করে তা ল্যাবরেটরি টেষ্ট জন্য পাঠানো হয়।তার উপর নির্ভর করে বিল্ডিং এর স্ট্রাকচার ডিজাইন করা হইয়ে থাকে।সয়েল টেস্ট করার নিয়ম

  • সয়েল টেষ্ট করার জন্য কি কি সতকর্তা মানতে হয় নিচে দেয়া হলো:-

১.চিজেলটি সঠিক ডায়া আছে কিনা তা দেখতে হবে।

২.চিজেলের ২ প্রান্তে যে ছিদ্র পথ থাকে সেটি ঠিক মত কাজ করে কিনা। তা দেখতে হবে।

৩.ঘাত সংখ্যা ঠিক মতো নোট করতে হবে।

৪.হ্যামার টি ৬৫ কেজি আছে কিনা তা দেখে নিতে হবে।

৫.মাটির সেম্পল কালেক্ট করার যে স্পিল্ট স্পুন থাকে সেঠি ঠিক মতো কাজ করছে কিনা তা পানি দিয়ে পরিক্ষা করে নিতে হবে।standard penetration test astm

সেম্পল কে সঠিক ভাবে পাওয়ার জন্য এর গুরুত্ব টা একটু বেশি হয়ে থাকে।অন্য থায় সেম্পল পানি প্রবেশ করে মাটিকে নষ্ট করে দিতে পারে।তাই সতকর্তার সাথে কাজ করতে হয়। ৬.প্রতিটি সেম্পলয়ের গায়ে মার্কিং করে করে লিখে রাখতে হবে যেন সহজে বুঝতে সহজ হয়। তাই এই দিক নির্দেশনা গুলো মেনে চললে সয়েল টেষ্ট সঠিক রিপোর্ট পাওয়া সম্ভব হয়।standard penetration test astm
laboratories,laboratory test for soil,soil test report pdf,soil testing pdf download,soil testing pdf.
Post a Comment (0)
Previous Post Next Post