কলামের ল্যাপিং কি? ল্যাপিং কেন দেয়া হয়? ল্যাপিং পজিশন কোথায় হওয়া উচিত

Lapping Position Analysis 

ল্যাপিং বলতে কি বুঝি?বা ল্যাপিং কাকে বলে সংজ্ঞা :

ল্যাপিং হচ্ছে কোন কাজ কে চলমান রাখার জন্য একটির সাথে আরেক টি জয়েন্ট করে কাজ কে এগিয়ে নিয়ে যাওয়ার নামি হচ্ছে ল্যাপিং।সিভিলের একটি গুরুত্ব পূর্ণ কাজ হলো সঠিক ভাবে ল্যাপিং জোন নির্নেয় করা।

ল্যাপিং কেন দেয়া হয়?বা ল্যাপিং দেয়ার কারন কি?

আমারা যারা সিভিল ইঞ্জিয়ার তারা সাধারনত জেনে থাকি যে রডের একটি স্ট্যান্ডার মাপ রয়েছে যা এর থেকে বেশি হয় না।রডের সেই স্ট্যান্ডার মাপ হলো ৩৯.৫ ফিট তবে এর কম বেশি হয়ে থাকে কিন্তু এতোটা না।তাই রড় যেহেতু ৩৯.৫ ফিট তাই আমাদের ৩ থেকে উপরে যত তলা বিশিষ্ট ভবন হবে তাদের কাজ চলমান রাখার জন্য রড়ের সাথে আরেকটি রডের জয়েন্ট পরে যাকে আমরা ল্যাপিং বলে থাকি।তবে এই খানে আপনাকে আগে ল্যাপিং জোনটি আগে জানতে হবে।What's is lapping? 

এই ল্যাপিং জোন জানার জন্য বড় বড় ইঞ্জিয়ার গন BNCC নাকম একটি বই রয়েছে যা অনার ফলে করে থাকি।এই বইটির মাধ্যমে ডিজাইনার ল্যাপিং জোন নির্নেয় করে ল্যাপিং এর মাপ দিয়ে থাকেন।তাই এখানে ল্যাপিং এর গুরুত্ব টা বেশি নজর দিয়ে দেখতে হয়। সকল বিষয় গুলো।

lapping length formula.

ল্যাপিং পজিশন কোথায় হওয়া উচিত বা ল্যাপিং পয়েন্ট নির্নেয়:

সাইটে থাকা ইঞ্জিয়ার আর মালিক গন মনে করেন যে ল্যাপিং রডের সাথে রডের জয়েন্ট পড়লেই হবে।কিন্তু অনারা হয় তো এত অবগত হোন না যে ল্যাপিং এমন একটা জিনিস যা একটি রডের সাথে আরেকটি রডের জয়েন্ট বা ল্যাপিং পড়লো কিন্তু এতে কোন কাজের না।উপর আরোপিত লোড যদি সে ভালো ভাবে নিচে থাকে রডের স্থানাতরির করতে না পারে সেই ল্যাপিং কোন যথাযথ যৌক্তিক নয়।তাই এই সব বিষের প্রতি আর বেশি নজর দেয়া উচিত আমাদের.Lapping lenth Formula


বিল্ডিং ল্যাপিং সঠিকভাবে না পড়লে কি কি সমস্যা সম্মুখহীনতায় পড়তে পারে তা নিচে দেয়া হলো:


১.কলামের ল্যাপিং যদি ফ্লোর বিমের সাথে পড়ে যায় অথবা কলামের ল্যাপিং গুলা এক সাথে একই স্থানে পড়ে। তাহলে রডের পজিশন রাখা খুবই জটিল হয়ে যায়।যা কোন ভাবেই ঠিক বলে গন্য হবে না।এর ফলে কংক্রিটের মালামালের ঠিক মতো প্রবেশ করতে সক্ষম হয় না।যথাযথ স্পেস না থাকার কারনে।আর আমাদের পক্ষেও সম্ভব হয় না যে স্টোন চিপস দিয়ে ঢালায় দিতে। এতে খরচ এর পরিমান অনেক বেশি পড়ে যায়।


২.ল্যাপিং যদি ডিজাইন মেনে কাজ না করে এবং সঠিক টেনশন জোন নির্নেয় না করে ল্যাপিং করা হয় তা ভবন এর জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে।


৩.ল্যাপিং জোন ঠিক করার জন্য অবশ্যই BNCC কোড মেনে সঠিক পজিশন ঠিক করতে হবে অন্য থায় বিল্ডিং ক্র্যাক করার সম্ভাবনা থাকে।


৪.কাজের ক্ষেত্রে দেখা যায় প্রায়ই সময় ঢালাই দেওয়ার পর আরেকটি রডের জয়েন্ট বা ল্যাপিং এর জন্য পর্যাপ্ত লেন্থ থাকে না। যার ফলে ওয়েল্ডিং করে রডের জয়েন্ট করা হয়।যা ফলে রডের শক্তি হ্রাস পায়।ভবনের ক্ষতি হতে পারে।


৫.ল্যাপিং সঠিক জোন না হলে কাজের সৌন্দর্য্য বৃব্দি পায় না।


৬.ল্যাপিং এর রড সঠিক জোনে না পড়লে পরবর্তিতে জয়েন্টর সময় রড কাটিং করতে সমস্যা হয়।এবং রড় অপচয় হয়ে থাকে।যা মালিক পক্ষ ক্ষতি সম্মুখহীন হয়।


৭.ল্যাপিং ঠিক না থাকলে ইঞ্জিয়ার গন সঠিক এস্টিমেট করতে সক্ষম হয় না।


এখন আমারা জানব কোন কোন জায়গায় ল্যাপিং পড়লে এর কার্যক্ষ্মতা বেশি।কত মিলি ডায়া কত টুকু ল্যাপিং পড়বে এবং কিভাবে সহজে হরিজোন্টাল ও ভার্টিক্যালয়ের ল্যাব সহজে নির্নেয় করতে পারি। 60D / 40D এর মাধ্যমে ল্যাপিং বের করার নিয়ম।
ডিজাইন অনুসরন করেও আমরা দেখতে লারি ল্যাপিং জোন কোথায়

ভার্টিক্যাল ল্যাপিং এর ক্ষেত্রে যে সব ল্যাপিং পড়ে টা মিডেল বরাবর ল্যাপিং হয়ে থাকে।তার কারন হচ্ছে আমাদের মিডেলে  বেন্ডি মোমেন্টর মান শূন্য থাকে Lapping lenth of Column তাই ল্যাপিং এর জন্য মিডেল পয়েন্ট টাই বেছে নেয়া হয়।তবে আগে থেকে যদি কাগজে হ্যান্ড রায়টিন করে ডায়াগ্রাম অংকন করে নেয়া যায় সেটা ভালো হয়।সহজে ল্যাপিং জোন বের করা যায়।কিন্তু তা প্রকৃত পক্ষে অনেক সময় সাপেক্ষ্য তাই করা হয় না।

60D এবং 40D এর মাধ্যমে ল্যাপিংয়ের দৈর্ঘ্য কিভাবে বের যায় তা নিচে দেয়া হলো:

60D কি?

60D মানে হলো 60 এর সাথে D= ডায়া বা যত মিলি রড ব্যবহার করা হয়েছে তার সাথে গুন করতে হবে তা হলে ল্যাপিং লেন্থ বের হবে।


60D যে সব জায়গার ল্যাপিং ল্যান্থ ধরা হয় তা হল, ভার্টিক্যাল অর্থাৎ যে সব স্ট্রাকচার খাড়া অবস্থায় লোড বহন করে থাকে যেমন : কলাম,রিটেনিং র‍্যাফট ফাউন্ডেশন বা ম্যাট,রিটেনিং ওয়াল ইত্যাদি যায়গায়। এই সব জায়গায় কত মিলি রডের কতটুকু ল্যাপিং দৈর্ঘ্যে হয় তা নিচে দেয়া হলো:

  • ১০ মিলির ডায়ার রডের জন্য (১০x৬০) মিমি= ৬০০ মিমি।


  • ১২ মিলির ডায়ার রডের জন্য (১২x৬০) মিমি= ৭২০ মিমি।


  • ১৬ মিলির ডায়ার রডের জন্য (১৬x৬০) মিমি= ৯৬০ মিমি।


  • ২০ মিলির ডায়ার রডের জন্য (২০x৬০) মিমি=১২০০ মিমি।


  • ২৫ মিলির ডায়ার রডের জন্য (২৫x৬০) মিমি=১৫০০ মিমি।


  • ৩২ মিলির ডায়ার রডের জন্য (৩২x৬০) মিমি=১৯২০ মিমি।

lapping length for 16mm Rod

lapping length for 12mm Rod

lapping length for 10mm Rod

40D কি?

40D মানে হলো 40 এর সাথে D= ডায়া বা যত মিলি রড ব্যবহার করা হয়েছে তার সাথে গুন করতে হবে তা হলে ল্যাপিং লেন্থ বের হবে।

যে সব জায়গায় 40D ধরে ল্যাপিং লেন্থ ধরা হয়। স্ট্রাকচার এর যে অংশ গুলো চাপালোড বা চাপশক্তি বহন করে থাকে যেমন:-বিম, ছাদ,বেজ,লিন্টেল ইত্যাদি জায়গায় 40D ধরে লেন্থ বের করা হয়।তা নিচে দেয়া দেখানো হলো:

  • ১০ মিলির ডায়ার রডের জন্য (১০x৪০) মিমি=  ৪০০ মিমি।


  • ১২ মিলির ডায়ার রডের জন্য (১২x৪০) মিমি= ৪৮০ মিমি।


  • ১৬ মিলির ডায়ার রডের জন্য (১৬x৪০) মিমি= ৬৪০ মিমি।


  • ২০ মিলির ডায়ার রডের জন্য (২০x৪০) মিমি= ৮০০ মিমি।


  • ২৫ মিলির ডায়ার রডের জন্য (২৫x৪০) মিমি=১০০০ মিমি।


  • ৩২ মিলির ডায়ার রডের জন্য (৩২x৪০) মিমি=১২৮০ মিমি।

lapping zone in column and beam.

lapping length formula

মিলিমিটার কে ফিটে নেয়ার জন্য ২৫.৫৪ দিয়ে ভাগ করলেই বের হয়ে যাবে ইঞ্চিতে।ইঞ্চির ফলাফল দিয়ে
১২ দিয়ে ভাগ করলেই বের হয়ে যাবে ফিটে। 

Lapping Zone Analysis 

ল্যাপিং জোন নির্নেয় :

কোন কোন ড্রয়িংয়ে ল্যাপিং জোন পয়েন্ট দেখানো হয় না।তখন একজন ইঞ্জিয়ার হিসাবে নিজেকেই বের করে নিতে হয়।আর সেটা বের করার জন্য কিছু ফর্মুলা আপ্লাই করা হয়ে থাকে তা নিচে দেয়া হলো:

আমারা ধরে নেই একটি ফ্লোর এর উচ্চতা ১০ ফিট যে খানে এক ছাদের টপ থেকে অপর ছাদের টপ পর্যন্ত ১০ ফিট উচ্চতা। তার মধ্যে বিমের উচ্চতা ২ ফিট। বাকি আমাদের উচ্চতা অবশিষ্ট থাকল তা হলে ৮ ফিট Lapping zone.Lapping zone in column

আমাদের ফমুলা অনুযায়ি ৮ ফিটের দৈর্ঘ্য কে ৪ ভাবে ভাগ করব তা হলে আমাদের ল্যাপিং জোন টি পেয়ে যাব ২ ফিট। অর্থাৎ আমাদের টেনশন জোন হবে উপরের ২ ফিট এবং নিচের ২ ফিট। আর বাকি যে ৪ ফিট থাকবে তার বেন্ডিং মোমেন্ট এর মান শূন্য থাকবে তা আমরা উপরে বলে আসছি।তাই রডের জয়েন্ট এর জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যেন উপরে এবং নিচের ২ ফিট করে বাদ দিয়ে ল্যাপিং ফালানোর চেষ্টা করতে হবে।lapping zone in column is per code

অন্যথায় স্ট্রাকচার এর বড় ধরনের ক্ষতি হতে পারে এবং কলাম ফেল করার সম্ভাবনা থাকতে পারে।তাই ল্যাপিং এর জন্য মাঝের ৪ ফিটি বেচে নিতে হবে।


প্রতি ছাদে কি পরিমান রড ল্যাপিং পড়বে তা নিচে ব্যাখ্যা দেওয়া হলো:

বিল্ডিং ল্যাপিং এর গুরুত্ব টা মালিক এবং ভবন নির্মান কারী প্রতিষ্টান কর্মকর্তা রা কাজের ক্ষেত্রে তা ল্যাপিং এক যায়গায় পড়লেই হলো মনে করেন। তাই অনেক সময় একি জায়গায় সব গুলো রডের ল্যাপিং পড়ে থাকে। যা বিল্ডিংয়ের জন্য ঝুঁকি পূর্ণ।অবশ্যই তদারকি ইঞ্জিয়ার দেখবে বা বলে দিবে প্রতিটি ছাদের রড যেন ৫০% অর্থাৎ অর্ধেক রড় নিচের ছাদে এবং অর্ধেক রড উপরের পড়ে।
তাই কাজের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে, বেজ পয়েন্ট যেখান থেকে কলামের শুরু হয় বা বসানো হয়।

সেই জায়গায় থেকে ফ্লোর এর উচ্চতা অনুযায়ি আমাদের রড নিদিষ্ট মাপ নিতে হবে। যাতে করে করে কলামের ৫০% বা অর্ধেক রড প্রথম ফ্লোর এর ল্যাপিং জোনে পড়ে এবং বাকি অর্ধেক রড সেকেন্ড ফ্লোর পড়ে। এভাবে সঠিক নিয়মে কাজ করলে মিডেল জোনে ল্যাপিং দেয়া সম্ভব হবে।এবং এতে রডের উপচয় রোধ করা যাবে।

এতে করে সঠিক এস্টিমেট করা যাবে।এবং ছাদের সৌন্দর্য্য বৃব্ধি পাবে।যথাযথ ল্যাপিং জোনে রড জয়েন্ট পড়বে।
তবে একটি বিশেষ খেয়াল রাখতে হয় প্রতিটি রডের ল্যাপিং যেন অল্টারনেট করে। মানে একটা রড বাদ দিয়ে আরেকটা রডের ল্যাপিং দিতে হবে। ২ টি রডের মাঝে যেন (6D x 1.33) পরিমান ফাক থাকে।

Lapping zone

Lapping zone in column

lapping zone in column is per code

lapping zone in column and beam

lapping length

lapping length for column

lapping length formula

lapping length for beam

lapping length for 16mm Rod

lapping length for 12mm Rod

lapping length for 10mm Rod

lapping length for footing

lapping length of bar


Post a Comment (0)
Previous Post Next Post