How to Column Reinforcement Design Procedure Guide (Bangla)


বর্তমান সময়ে স্ট্রাকচার ডিজাইন সিভিল ইঞ্জিয়াদের একটি গুরুত্ব পূর্ণ বিষয়।তবে আধুনিক এই যুগে এখন আর স্ট্রাকচার ডিজাইন এখন হাতে কলমে না করে বিভিন্ন সফটওয়ার এর মাধ্যমে খুব সহজে করে থাকে যে কোন ডিজাইন।কিন্তু একজন স্ট্রাকচার ডিজাইনার এর অবশ্যই মেনুয়ালি কিছু কাজ জানা থাকা দরকার। এছাড়াও যারা উচ্চ শিক্ষার বা ডিপ্লোমা ইঞ্জিয়ার সিভিল নিয়ে পড়াশোনা করে থাকে তাদের এই সব বিষয়ে জ্ঞান থাকা জরুরী।তাদের জন্য আজকের কলাম ডিজাইন করার যে ফরমুলা তা তুলে ধরব।


 চিত্রে দেয়া ছবি অনুযায়ি আমরা আজকে কলাম ডিজাইন করব। তা হলে শুরু করা যাক। আমারা C1 কলাম টি ডিজাইন করব। 

চিত্রে দেখানো আছ Lenth of Beam = 20'-0" আর অপর পাশে দেয়া আছে Lenth Of Beam = 18'-0" তাহলে আমারা Total বিমের Lenth যোগ করলে পাই 

(20'-0"+18'-0") = 38'-0" ফিট।

Slab Thickness 6" 

ধরি, Size of Beam Lenth = 19 " 
                                       W = 12"

 Size of Beam ( 19"x12")

 Area of Slab (20*18)= 3600 ft2

 Dead Load Of Beam- = (19"/12") * (12"/12")*150                                          =237.5 psf 

এখানে পার স্কয়ার ফিটে 150 Psf লোড বহন করতে পারে বিমে। 

For Other Slab( যেমন - ফলস ছাদ,বার্নার স্লাব,সিংক স্লাব) 

 নিজস্ব লোড S.W= (6/12)*150 = 75psf
 ফ্লোর ফিনিস F.F = 25psf 
 পার্টিশন ওয়াল P.W = 50psf

 Total Other Slab Load Dead Load = 150psf for     (Residencial Building) 

 For Building of Roof Slab - SW 150*(6/12) = 75psf FF = 35psf 

 এখানে পার্টিশন ওয়ালটি ধরা হয়নি রুফ স্লাবের জন্য। Total Dead Load = 110psf তাই আমারা অন্যান্য স্লাব সব কিছু নিয়েই ডেডলোড বের করব।

আমরা উপরে যে স্লাবের এরিয়া ক্ষেত্রফল পেয়েছি তা দিয়ে স্লাবের - 
          D.L ( 3600ft2*150)/1000 = 54k kip

(kilo per inches) নিয়ে আসার জন্য 1000 দিয়ে ভাগ দেয়া হয়েছে। 

           L.L (3600ft2*70)/1000 = 25.2k

লাইভ লোড টি ধরে নেয়া হয়েছে -70psf(রেসিডেনসিয়াল বিল্ডিং জন্য)।

বিমের নিজস্ব ওজন - 

            S.W (38*237.5)/1000 = 9.0k

 কলামের নিজস্ব ওজন S.W Of Column এর 10% ধরা হয় তাই - 

           D.L-54+L.L-25.2+S.W-9.0 = 8.8225k

যেহেতু আমারা ১তলা বিল্ডিং এর লোড হিসাব করছি

           P.L.L (9.0*8.8225*54)=71.8475k -72k

(শুধু ডেডলোড এর হিসাব করা হচ্ছে তাই লাইভ লোড নেয়া হয়নি)

যে লাইভলোড টি বাদ দিয়েছি সেটা ধরব।

         P.L.L =25.2k- 25.5k ধরে নিলাম। 

তাহলে আমাদের ১ তলা বিল্ডিং এর মোট লোড পড়বে

Pu(1.4PDL+1.7PLL) (1.4*25.5+1.7*72)=144.16k

                                                                   =144.5k 

বিল্ডিং টি যদি ৫ তলা হয় তাহলে (144.5k*5) =723k

অর্থ্যাৎ আমরা পেয়ে গেলাম ৫ তলার বিল্ডিংয়ের লোড।

এখন আমারা কলামের রড বের করব।তবে যেহেতু কলাম টি Rectangular তাই এর রড এর পরিমান বের করব।


Design of Tied Column
 
Note: 
আলফা - 0.8 
 ফাই - 0.65 
 
Design of Sprial Column

 Note: 
আলফা - 0.8 5 
 ফাই - 0.70

Tied Column Design: 

Pg(রোজির) মান সবসময় 1% থেকে 8 % এর মধ্যে ধরা হয়। 
তাই আমরা ডিজাইন এর জন্য ধরে থাকি বেশির ভাগই 2.5%।এটায় ধরে নিলাম। 
                                      Note:
Pu = 723k 
তাহলে Pg =0.025 পাই।
Alfa = 0.80 
Fai = 0.65 
fc'= 3
fy = 60 

Pu/Alfa*Fai= Ag[0.85fc'(1-Pg)+Pgfy]

723/0.8*0.65=Ag[0.85*3(1-0.025)+0.025*60] Ag=348.795 - (349in^2)

আমাদের কলামের সাইজ ছিল (18"*20") দুইটা গুন করলে পাই আমরা (360 in^2) তা হলে আমাদের Ag থেকে বেশি আছে তার মানে আমাদের কলাম সাইজ টি ঠিক রয়েছে।

এখন বের করব রডের পরিমান, ডায়া এবং স্পেসিং।

Number of Rod Spacing - Area Of Steel


Formula 

Pu/Alfa*Fai =0.8fc' (Ag - As)+Agfy 

723/0.8*0.65=[0.8*3(360-As)360*60]

As= 8.223 in^2 As=Steel Area (min) 1% Of Ag

Ag= 0.01*360= 3.6in^2 Provide Steel Area                                   =8.223in^2 

Used of Steel Bar = 12-25mm Dia Rod

25mm Dia Rod Area= 0.79 ( 0.79*12)= 9.48in^2

আমারা,যা ধরে ছিলার টার থেকে বেশি আছে কিছু টা। তার মানে আমাদের ডিজাইন টি ঠিক আছে।

বি:দ্র: আমাদের এই ডিজাইন টি শুধু মাত্র বুজানোর জন্য করা হইয়ে আছে। যায়ে ম্যানুয়ালি একটি ডিজাইন হাতে করা যায়।তবে বিল্ডিং লে- আউট প্লান এ এমন সহজ কোন কলাম দেয়া থাকে না।বিভিন্ন প্রকার কলাম প্রভাইড করা হয়ে থাকে।আমাদের এই পোষ্ট টি ভালো লাগবে অবশ্য কমেন্ট করবে।আরো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে।
Post a Comment (0)
Previous Post Next Post