চিত্রে দেয়া ছবি অনুযায়ি আমরা আজকে কলাম ডিজাইন করব। তা হলে শুরু করা যাক।
আমারা C1 কলাম টি ডিজাইন করব।
চিত্রে দেখানো আছ Lenth of Beam = 20'-0" আর অপর পাশে দেয়া আছে Lenth Of Beam = 18'-0"
তাহলে আমারা Total বিমের Lenth যোগ করলে পাই
(20'-0"+18'-0") = 38'-0" ফিট।
Slab Thickness 6"
ধরি, Size of Beam Lenth = 19 "
W = 12"
Size of Beam ( 19"x12")
Area of Slab (20*18)= 3600 ft2
Dead Load Of Beam-
= (19"/12") * (12"/12")*150 =237.5 psf
এখানে পার স্কয়ার ফিটে 150 Psf লোড বহন করতে পারে বিমে।
For Other Slab( যেমন - ফলস ছাদ,বার্নার স্লাব,সিংক স্লাব)
নিজস্ব লোড S.W= (6/12)*150 = 75psf
ফ্লোর ফিনিস F.F = 25psf
পার্টিশন ওয়াল P.W = 50psf
Total Other Slab Load Dead Load = 150psf for (Residencial Building)
For Building of Roof Slab -
SW 150*(6/12) = 75psf
FF = 35psf
এখানে পার্টিশন ওয়ালটি ধরা হয়নি রুফ স্লাবের জন্য।
Total Dead Load = 110psf
তাই আমারা অন্যান্য স্লাব সব কিছু নিয়েই ডেডলোড বের করব।
আমরা উপরে যে স্লাবের এরিয়া ক্ষেত্রফল পেয়েছি তা দিয়ে স্লাবের -
D.L ( 3600ft2*150)/1000 = 54k
kip
(kilo per inches) নিয়ে আসার জন্য 1000 দিয়ে ভাগ দেয়া হয়েছে।
L.L (3600ft2*70)/1000 = 25.2k
লাইভ লোড টি ধরে নেয়া হয়েছে -70psf(রেসিডেনসিয়াল বিল্ডিং জন্য)।
বিমের নিজস্ব ওজন -
S.W (38*237.5)/1000 = 9.0k
কলামের নিজস্ব ওজন S.W Of Column এর 10% ধরা হয় তাই -
D.L-54+L.L-25.2+S.W-9.0 = 8.8225k
যেহেতু আমারা ১তলা বিল্ডিং এর লোড হিসাব করছি
P.L.L (9.0*8.8225*54)=71.8475k -72k
(শুধু ডেডলোড এর হিসাব করা হচ্ছে তাই লাইভ লোড নেয়া হয়নি)
যে লাইভলোড টি বাদ দিয়েছি সেটা ধরব।
P.L.L =25.2k- 25.5k ধরে নিলাম।
তাহলে আমাদের ১ তলা বিল্ডিং এর মোট লোড পড়বে
Pu(1.4PDL+1.7PLL) (1.4*25.5+1.7*72)=144.16k
=144.5k
বিল্ডিং টি যদি ৫ তলা হয় তাহলে (144.5k*5) =723k
অর্থ্যাৎ আমরা পেয়ে গেলাম ৫ তলার বিল্ডিংয়ের লোড।
এখন আমারা কলামের রড বের করব।তবে যেহেতু কলাম টি Rectangular তাই এর রড এর পরিমান বের করব।
Design of Tied Column
Note:আলফা - 0.8ফাই - 0.65
Design of Sprial Column
Note:আলফা - 0.8 5ফাই - 0.70
Tied Column Design:
Pg(রোজির) মান সবসময় 1% থেকে 8 % এর মধ্যে ধরা হয়।
তাই আমরা ডিজাইন এর জন্য ধরে থাকি বেশির ভাগই 2.5%।এটায় ধরে নিলাম।
Note:
Pu = 723k
তাহলে Pg =0.025 পাই।
Alfa = 0.80
Fai = 0.65
fc'= 3
fy = 60
Pu/Alfa*Fai= Ag[0.85fc'(1-Pg)+Pgfy]
723/0.8*0.65=Ag[0.85*3(1-0.025)+0.025*60]
Ag=348.795 - (349in^2)
আমাদের কলামের সাইজ ছিল (18"*20") দুইটা গুন করলে পাই আমরা (360 in^2) তা হলে আমাদের Ag থেকে বেশি আছে তার মানে আমাদের কলাম সাইজ টি ঠিক রয়েছে।
এখন বের করব রডের পরিমান, ডায়া এবং স্পেসিং।
Number of Rod Spacing -
Area Of Steel
Formula
Pu/Alfa*Fai =0.8fc' (Ag - As)+Agfy
723/0.8*0.65=[0.8*3(360-As)360*60]
As= 8.223 in^2
As=Steel Area (min) 1% Of Ag
Ag= 0.01*360= 3.6in^2
Provide Steel Area =8.223in^2
Used of Steel Bar = 12-25mm Dia Rod
25mm Dia Rod Area= 0.79
( 0.79*12)= 9.48in^2
আমারা,যা ধরে ছিলার টার থেকে বেশি আছে কিছু টা। তার মানে আমাদের ডিজাইন টি ঠিক আছে।
বি:দ্র: আমাদের এই ডিজাইন টি শুধু মাত্র বুজানোর জন্য করা হইয়ে আছে। যায়ে ম্যানুয়ালি একটি ডিজাইন হাতে করা যায়।তবে বিল্ডিং লে- আউট প্লান এ এমন সহজ কোন কলাম দেয়া থাকে না।বিভিন্ন প্রকার কলাম প্রভাইড করা হয়ে থাকে।আমাদের এই পোষ্ট টি ভালো লাগবে অবশ্য কমেন্ট করবে।আরো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে।