প্লাস্টার কি?প্লাস্টার করার গুরুত্ব পূর্ণ কিছু বিষয়।যা জানা অত্যন্ত জরুরী _Civilengineering65


প্লাস্টার কি?প্লাস্টার করার গুরুত্ব পূর্ণ কিছু বিষয়।যা জানা অত্যন্ত জরুরী।

প্লাস্টার কি ?

বিল্ডিংয়ের অমশৃন অসমান ভিতরে এবং বাহিরে অংশকে মশৃন ও বাহিরের আবহাওয়া থেকে কাঠামো কে নিরাপদ এবং সৌন্দয্য ফুটিয়ে তোলার কাজই হচ্ছে প্লাস্টার। সিলিং প্লাস্টার

প্লাস্টার জন্য কোন সিমেন্ট ভালো? 

প্লাস্টার করার জন্য বাংলাদেশর এক নাম্বার ব্রান্ডের স্ক্যান সিমেন্ট ভাল। 

গাঁথুনি করার কত দিন পর প্লাস্টার করা হয়?

গাঁথুনি করার ২৮ দিন ৩ বার করে কিউরিং করার পর প্লাস্টার করার প্রস্তুতি নিতে হবে।

প্লাস্টার কত প্রকার ও কি কি?

প্লাস্টার চার প্রকার যথা:

লাইম প্লাস্টার : চুন,বালি পানি।

সুরকি প্লাস্টার : সুরকি,চুন,পানি।

লাইম সুরকি প্লাস্টার : চুন,সুরকি, বালি, পানি।

সিমেন্ট প্লাস্টার : সিমেন্ট, বালি, পানি।

প্লাস্টারে কত দিন পানি দিতে হয়?

প্লাস্টারের ২৪ ঘন্টার পর দিনে ২/৩ বার করে ৭ দিন পর্যন্ত কিউরিং করতে হবে।

কিউরিং কেন করা হয়?

কংক্রিটের হাইড্রেশন বিক্রিয়াকে যথাযথ ভাবে হওয়ার জন্য পূর্ণ শক্তি অর্জনের জন্য ঢালায়ের ৬-২৪ ঘন্টার পর কংক্রিট কে আদ্রতা বা ভিজা রাখা হয়। তাকেই কিউরিং বলে।

প্লাস্টার করার কিছু গুরুত্ব পূর্ণ বিষয় জানা থাকলে যে কোন মিস্ত্রি বা মালিকগন ভালো কাজের আশা করতে পারবে।প্লাস্টারের জন্য কোন সিমেন্ট ভালো

তাই আমারা আজকে প্লাস্টার কিভাবে করা হয়। প্লাস্টার করতে প্রথমে কি প্রস্তুত করতে হবে। কোন কোন দিক গুলা জানা আবশ্যক তা ভিডিওব্লগ এর সাহায্যে তুলে ধরব।Celling plaster,plaster Ratio. 

প্লাস্টার করার জন্য কোন অনুপাতে মসলা প্রস্তুতকরণ করবেন না নিছে দেয়া হলো ঃ 

১/ মসলা প্রস্তুত করার জন্য অবশ্যই ১:৪ অনুপাতে অথবা ১:৬ অনুপাতে মসলা প্রস্তুত করতে হবে।

২/ বালি অবশ্যই  লোকাল বালি যার F.M হবে ১.৫ থেকে        ১.৭।

৩/ বালি চালুনি দিয়ে চালনা করে নিতে হবে।

৪/ প্রতি এক ব্যাগ সিমেন্টর সাথে ২১.৫ লিটার পানি দিয়ে মসলা মিশ্রণ করতে হবে।

৫/ প্লাস্টার পূরু ১",৩/৪",১-১/২" হয়ে থাকে।

এখন পুরো কাজ নিচের ভিডিও এর মাধ্যমে দেখানো হলো: 

 



১০০ সি. এফ. টি প্লাস্টার করতে তে কি পরিমান মালামালের প্রয়োজন।গাঁথুনি ও প্লাস্টাররের হিসাব,প্লাস্টারের সিমেন্ট বালির পরিমান।

১:৪ অনুপাতের প্লাস্টারে মসলার পরিমান:


 সিমেন্ট লাগবে = ২ ব্যাগ। 

 বালি লাগবে     = ১১ সি.এফ.টি।


১:৬ অনুপাতের প্লাস্টারে মসলার পরিমান:


 সিমেন্ট লাগবে = ১.৫ ব্যাগ। 

 বালি লাগবে    = ১১.৫ সি.এফ.টি।

১০০০ সি. এফ. টি প্লাস্টার করতে তে কি পরিমান মালামালের প্রয়োজন।প্লাস্টার এর হিসাব,প্লাস্টারের হিসাব নিকাশ। 

১:৪ অনুপাতের প্লাস্টারে মসলার পরিমান:


 সিমেন্ট লাগবে = ২০ ব্যাগ। 

 বালি লাগবে     = ১১০ সি.এফ.টি।


১:৬ অনুপাতের প্লাস্টারে মসলার পরিমান:


 সিমেন্ট লাগবে = ১৫ ব্যাগ। 

 বালি লাগবে    = ১১৫ সি.এফ.টি।


বাজার দর অনুযায়ী এক ব্যাগ ভালো সিমেন্ট এর দাম = ৫০০ টাকা

আর এক সি এফ টি বালির দাম = ১০/১৫ টাকা


Post a Comment (0)
Previous Post Next Post