Civilengineering65 |
civilengineering65 |
civilengineering65 |
'' ফার '' শব্দ টি সিভিল ইঞ্জিয়াদের পরিচিতি মনে হলেও অনেক ইঞ্জিয়ার ফার এর সঠিক ব্যবহার জানেন না।তারা জানেন না যে একটি বিল্ডিং ফার কিভাবে বের করে বিল্ডিং ডিজাইন করে থাকে।তাই আজকে আমি ফার সম্পর্কে কিছু ধারনা তুলে ধরব। যা হয় তো ফার সম্পর্কে পুর্ণ জ্ঞান বা ধারনা পাওয়া সম্ভব। চলুন আগে জেনে নেওয়া যাক "ফার" কি।
Whats is FAR ? ফার কি
FAR একটি ইংরেজি সংক্ষিপ্ত শব্দ যার অর্থ হলো F=Floor
A= Area
R= Ratio
FAR = Floor Area Ratio.
একটি বিল্ডিং কত তলা পর্যন্ত হবে তা নির্ভির করে ফার ক্যালকুলেশন এর উপর।একজন বিল্ডিং নির্মান দাতা যদি সে চান আমার ১০ কাঠা জমি আছে। আমি সেই ১০ কাঠা জমির উপর পুরো জায়গা জুড়ে ১৫ তলা ভবন নির্মান করতে।
তা বিল্ডিং বিধিমালা অনুযায়ী সে করতে পারবেন না বিল্ডিং টি। প্রত্যেক টি দেশে একটি করে ভবন নির্মাণ এর আইন রয়েছে তা মেনেই একজন বিল্ডিং মালিক গন বিল্ডিং করতে পারবে।Far Calculation Bd,Floor Area Ratio Example.
এখন ধরা যাক, মালিকের জমির পরিমান ১০ কাঠা। সেই ১০ কাঠার জমির উপর ১৫ তলা বিল্ডিং নির্মান করতে ইচ্ছুক। তার বিল্ডিং এর পাশে একটি ১৫ ফিটের রাস্তা রয়েছে। এমতো অবস্থা বাংলাদেশ ভবন নির্মান অনুমোদন প্রতিষ্ঠান রাজউক যার জায়গা নিয়ে পর্যালোচনা করে দেখবে মালিকগন কতটুকু যায়গা জুড়ে বিল্ডিং করার অনুমিত প্রাপ্ত হবে এবং সেটি কত তলা পর্যন্ত হবে তাও নির্ধারণ করে দিবে রাজউক।পুরো যায়গা থেকে যে অংশ টুকু বাদ দেয়া হয় তাকে সেট ব্যাক বলে।
শুধু মাত্র ভবন টি কত তলা বিশিষ্ট হবে তা ফার ক্যালকুলেশন (FAR Calculation) এর মাধ্যমে জানা যায়।Far Calculation Chart.
FAR Calculation Formula : ফার ক্যালকুলেশন:
জমির পরিমান =১০ কাঠা।
পাশের রাস্তা =১৫ ফিট।
ফার -৪.২৫ ( BNBC = Bangladesh National
Building Code) দেয়া আছে নিচে তার চিত্র দেয়া হয়েছে।
সর্বোচ্চ বিল্ডিং এরিয়া (M.B.A=Maximum Build Area) = Area Of Land X FAR
= ১০ x ৪.২৫ (ফার- ৪.২৫)
= (১০x৭২০) x ৪.২৫ [এক কাঠা = ৭২০ স্কোরার ফিট]
= ৭২০০x৪.২৫
= ৩০৬০০ স্কোয়ার ফিট।
M.G.C = (Maximum Ground Coverage 62.5% BNBC Book)Far Calculation bd.
= (10 x 720)x 62.5%
= 4500 Sft
Number Of Floor (N.O.F)= MBA / MGC
= 30600/ 4500
= 6.8 Floor
Total Floor = Ground Floor + 6.8 Floor
= 1+6.8 = 7.8 Floor / 8 Floor
Rajuk Far Calculation, Far Calculation Rajuk.
উপরের ক্যালকুলেশন এবং বিল্ডিং নির্মান বিধিমালা মেনে ১০ কাঠা জমির উপর ৭.৮ অথবা ৮ তলা ভবন করার জন্য অনুমোদন পাবে।
তাই চলুন আমারা শপথ করি বিল্ডিং নির্মান করার জন্য ফার জানব এবং ভুমিকম্প থেকে বিল্ডিং এবং মানুষ কে নিরাপদে রাখব।
এই রকম সিভিল সম্পর্কে আরো জানতে আমাদের ওয়েভসাইটি ভিজিট করুন। আরো অনেক অজানা তথ্য জানতে পারবেন।