What is Water Proofing Chemicals.ঢালাইয়ে কেন কেমিক্যাল ব্যবহার করা হয়। বিস্তারিত জানুন?_civilengineering65

What is Water Proofing.ঢালাইয়ে কেন কেমিক্যাল ব্যবহার করা হয়। বিস্তারিত জানুন?


আমরা যখন কোন গভীর ভিত্তিতে কোন বিল্ডিং বানাতে চাই তখন নিজের মদ্ধে একটু ভয় কাজ করে আমার বিল্ডিংয়ের ওয়াল টি পানি লিকেজ করেছে।প্লাষ্টার সেঁতসেঁতে হয়ে গেছে। যা বার বার প্লাষ্টার উঠিয়ে করলেও আগের অবস্তায় হয়ে যায়।এর উপায় বা সমাধান কি?  কিভাবে এর থেকে আমাদের সপ্নের বাড়িকে নিরাপদ রাখতে পারি। সে জন্যই ঢালাইয়ে পানি নিরোধক কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে।চলুন আমারা আগে জানি ওয়াটার প্রুফিং কি :


Water Proofing: Water Proofing হচ্ছে এক ধরনের পানি নিরোধক তরল পদার্থ যা আন্ডার কন্সট্রাকশন, U.G.W.T (আন্ডার গ্রাউন্ড ওয়াটার ট্যাংক) প্লাষ্টার করার সময়,ইত্যাদি যায়গায়, অথবা পানি লিকেজ করে এমন ঢালাইয়ের সময় Water Proofing কেমিক্যাল ব্যবহার করা হয়।


ওয়াটার প্রুফিং এর ব্যবহার : কংক্রিট প্রস্তুত বা পানি নিরোধক মসলা প্রস্তুত করার সময় সকল উপদান রেশিও অনুযায়ী দিয়ে তার পর প্রতি মিস্কিং কৃত মালামালের প্রতি সি,এফ,টি কংক্রিটের সাথে ২০০/২৫০ গ্রাম পর্যন্ত কেমিক্যাল দিয়ে তার পর ভাল করে মিস্কিং করে নিদিষ্ট যায়গা কংক্রিট গুলো দিয়ে ঢালাই সম্পন্ন করতে হবে।

বিভিন্ন পানি নিরোধক কেমিক্যাল ও ব্রান্ডের নাম দেয়া হলো:
১- Sika ( সিকা ) ওয়াটার প্রুফিং কেমিক্যাল।
2- ABC (এবিসি) ওয়াটার প্রুফিং কেমিক্যাল।
৩- Famloc ( ফমলোক) ওয়াটার প্রুফিং কেমিক্যাল।

তবে বাজারে আরো বিভিন্ন প্রকার ওয়াটার প্রুফিং কেমিক্যাল রয়েছে।আপনারা ইঞ্জিয়ারদের সমাপন্য হয়ে তাদের কাছে পরামর্শ নিয়ে যে কেমিক্যাল দিতে বলবে সেটা ব্যবহার করা শ্রেয়।

বি: দ্র: - ছবি কালেক্ট  Sika Website

Post a Comment (0)
Previous Post Next Post