সিভিল ইঞ্জিয়াদের গুরুত্বপূর্ণ সফটওয়্যার আটোক্যাড কিভাবে ইন্সটল করবেন? পুরো প্রক্রিয়া জানুন।

সিভিল ইঞ্জিয়াদের গুরুত্বপূর্ণ  সফটওয়্যার আটোক্যাড কিভাবে ইন্সটল করবেন? পুরো প্রক্রিয়া জানুন।


কোন নির্মান সামগ্রী ভবন সেটি ছোট অথবা বড় হোক তার মূল ম্যাপ বা ডিজাইন টি করা হয়ে থাকে আটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে।যা কাগজের আকা ডিজাইন মাত্র দিয়ে  ফুটিয়ে তোলা হয় বড় বড় অট্টালিকা বা নির্মান সামগ্রী।
একটা সময় ছিল একজন ইঞ্জিয়ার গন তার হাতের ধারা পুরো নির্মাণ এর ডিজাইন আকা হতো। কিন্তু তাতে সময় লেগে যেত প্রায় ১/২ মাস। কিন্তু কালের পরিবর্তন  এর সাথে সাথে কাজ কে সহজ করতেই সর্বপ্রথম ডিজাইন এর এই জনপ্রিয় সফটওয়্যার  আটোক্যাড ২০০৭ প্রতিষ্টিট হয়।তখন থেকে কাজের গতি,সময় ও আধুনিকতায় এক নতুন অধ্যায় শুরু করে এই আটোক্যাড সফটওয়্যার। এখন আর পেন্সিল, পেপার বোর্ড, মাসের উপর মাসের সময় প্রয়োজন পরে না।মাত্র ২/৩ দিনের মধ্যে একটি কমপ্লিট ডিজাইন দেয়া সম্ভব হয়।
তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব।সেই বিখ্যাত বিল্ডিং ডিজাইনের আটোক্যাড ২০০৭ সফটওয়্যারটি  কিভাবে ইন্সটল করবেন তার পুরো প্রক্রিয়া আপনাদের মাঝে তুলে ধরব।

Step No - 1

প্রথমে আমাদের আটোক্যাড সফটওয়্যার টি ওয়েভসাইটের যে কোন ব্রাউজারে ডুকে সার্চ করতে হবে Autocad 2007 Free Download for Pc লিখে যে সাইট টি ওপেন হবে সে খান থেকে আপনার পছন্দের আটোক্যাড সফটওয়্যার টি বেচে নিতে পারবেন। তার মদ্ধে অন্যতম আটোক্যাড সফটওয়্যার গুলো হলো AutoCad - 2013,

Autocad -2014,

Autocad -2016,

Autocad -2019,

Autocad -2022,

Autocad -2021,

Autocad -2022

 Click Here Autocad All Version Download. 

Last Upgrade পর্যন্ত রয়েছে।যে কোনটা আপনি ব্যবহার করতে পারবেন।তবে আমার কাছে আটোক্যাড ২০০৭ টি ভালো লেগেছে। ডাউনলোড করার পর এবার একটি ফোল্ডারে রাখতে হবে। এবার ফাইলটতে ক্লিক করতে হবে।ফাইলটি ক্লিক করলে যদি ওপেন না হয় তাহলে ফাইলটিতে গিয়ে মাউসের লেফট বাটনে ক্লিক করে Extrac Here নামে অপশন থাকে ওই খানে  ক্লিক করলে পুরো ফাইলটি Extrac হওয়া শুরু করবে।শেষ হলে  ভিতরের সব গুলো ফাইল চলে আসবে।

Step No-2

Extrac কৃত ফাইলে ক্লিক করলে ওপেন হবে এবং নিচে   Setup.exe নামে অপশন টিতে ক্লিক করতে হবে।
Step No - 3
ইন্সটল অপশনে ক্লিক করলে ৩ টি অপশন থাকবে-
1. Standard Alone Installation.
2. Multi - Seat - Stand - Alone Deployment.
3. Network - Deployment.
ক্লিক করতে হবে Standard Alone Installation টিতে।

Step No - 4

পরবর্তি স্কিনে Autocad 2007 Install ঠিক নিছে Install অপশন থাকবে সে খানে ক্লিক করতে হবে।
Install এ ক্লিক করার সাথে সাথে ছোট একটি স্কিন প্রদশর্নী হবে তাতে লিখা থাকবে Autocad Setup.ঠিক এর নিছে Ok অপশনে ক্লিক করতে হবে।

Step No - 5

পরবর্তি স্কিনে আসবে Welcome to the Autocad installation wizard এর নিছে Next অপশনে ক্লিক করতে হবে।

Step No - 6

এর পরবর্তি ধাপে County or Region থাকবে  আপনি যে দেশে বসবাস করেন সেটি সিলেক্ট করে। I accept ক্লিক করে নিচে Next এ ক্লিক করতে হবে।

Step No - 7

পরের ধাপে আসবে Serial Number. এর ঠিক নিচে ২ টি বক্স থাকবে যাতে ১ম বক্সে ৩টি 111 এবং ২য় বক্সে ৮ টি 11111111 বসাতে হবে।এবার Next বাটনে ক্লিক করতে হবে।

Step No - 8

৮ নাম্বার স্টেপে থাকবে  Users Information. যাতে থাকবে
Firts Name :    Example- Rony
Last Name :    Ahmed
Organization : Bangladeshi
Dealer :            Autocad
Dealer Phone : 017................
সব কিছুতে ইনফরমেশন দিয়ে তার পর আবার  Next  বাটনে ক্লিক করতে হবে।

Step No - 9

পরের স্কিনে Select Installation Types অপশন আসবে। এবং এর ঠিক নিচে ২ টি অপশন থাকবে
🔹Typical
🔹Custom
আমারা কোন কিছু নতুন করে এড করতে চাই না তাই  Typical এ টিক মার্ক দিয়ে Next বাটনে ক্লিক করতে হবে।

Step No - 10

এর পরের স্টেপে আসবে Install Optional Tools যায়ে থাকবে
🔹Install express Tools
🔹Install Metarials Library
আপনি চাইলে ২ টি ঘরে টিক মার্ক দিয়ে Next দিতে পারবেন। না চাইলে কোন সমস্যা হবে শুধু Next অপশনে ক্লিক করবেন।

Step No - 11

পরের স্কিনে Destination Folder আসবে সেখানে যা আছে তাই থাকবে শুধু Next ক্লিক করে দিতে হবে।

Step No - 12

পরের ধাপে Choice Text Eiditor আসবে। সে খানে যা আছে তাই থাকবে শুধু Next বাটনে ক্লিক করতে হবে।

Step No - 13

পরের ধাপে Start Installations অপশন টি প্রদর্শিত হবে। নিচের Next বাটনে ক্লিক করতে হবে।

Step No - 14

এবার installations প্রক্রিয়া শুরু হয়ে যাবে। যা ২/৩ মিনিট সময় অপেক্ষা করতে হবে।

Step No - 15

Install প্রক্রিয়া শেষ হবে নিচে  Finish অপশনে ক্লিক করে Autocad 2007 এর ইন্সটল প্রক্রিয়া শেষ করতে হবে।

শেষের কাজ : 

আটোক্যাড টি সঠিক ভাবে চালানোর জন্য আমাদের যে আটোক্যাড ফাইলটি ছিল তাতে যেতে হবে। এবং ক্র‍্যাক (Crack) ফাইলটি খুজে ক্লিক করতে হবে। যাতে ৩ টি ফাইল থাকবে ঐ ৩ টি ফাইল কে কপি করে। আমাদের ওই খান থেকে বের হয়ে My Computer থেকে Local Disk টিতে ক্লিক করতে হবে। এবার Program File নামে একটি ফোল্ডার আসবে সে খান থেকে আটোক্যাড ২০০৭ টি খুজে বের করে ক্লিক করতে হবে। ওই ফ্লোডারে ক্লিক করলে যে ডাটাবেজ গুলো আসবে সেই খানে কপি করা ক্র‍্যাক ফাইলটি পেষ্ট করতে হবে।
এবার ওই খান থেকে আটোক্যাড সফটওয়্যার টিতে ক্লিক করলে সাথে সাথে ওপেন হয়ে যাবে।

বিশেষ কথা:

আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তা হলে পাশেই থাকবেন।আর এই লিখা গুলোর মধ্যে যদি কোন বাক্য বাদ পরে দয়া করে যাবেন।কমেন্ট বক্সে।ধন্যবাদ সবাইকে।




Post a Comment (0)
Previous Post Next Post