প্লাস্টারের সিমেন্ট,বালি পরিমান বের করার সহজ নিয়ম। প্লাস্টারে খুটিনাটি বিষয় জেনে নিন।Civil Work Plaster Materials Estimate

প্লাস্টারের সিমেন্ট,বালি পরিমান বের করার সহজ নিয়ম। প্লাস্টারে খুটিনাটি বিষয় জেনে নিন।

প্লাস্টারের সিমেন্ট,বালি পরিমান বের করার সহজ নিয়ম। প্লাস্টারে খুটিনাটি বিষয় জেনে নিন।


অনেকেই বিল্ডিং স্ট্রাকচার, গাঁথুনি করার পর প্লাস্টায়ের কাজ আসে। অনেকেই প্লাস্টার করা এবং প্লাস্টার কত টুকু লাগবে কত রেশিও তে মসলা তৈরী করতে হবে। তা হইত অনেকেরই অজানা থেকে যায়।তাই আমি আজকে কথা বলব প্লাস্টায়ের সকল প্রকার বিষয় নিয়ে। আগে আমারা জেনে নেই প্লাস্টার কি?

প্লাস্টার :প্লাস্টার হচ্ছে সিমেন্ট, বালি দিয়ে মিশ্রণ কৃত এক প্রকার মসলা।যা দিয়ে বিল্ডিংয়ের ভিতরে এবং বাহিরের অমৃশন তল কে মৃশন ও সমান্তরাল করে কাজের সৌন্দয্য ফুটিয়ে তুলে তারই কাজ হচ্ছে প্লাস্টার।

আমারা এখন কিছু প্লাস্টাররে রেশিও জেনে নেই কোথায় কি রেশিও তে প্লাস্টার করা হয়।

প্লাস্টারে বালি ও সিমেন্টের অনুপাত/প্লাস্টার এর পুরুত্ব:

  • যদি প্লাস্টার  টি বিল্ডিংয়ের বাহিরের পাশে হয় সে ক্ষেত্রে তার পুরুত হবে  - ২০ মিলিমিটার  থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত।
  • রেশিও হবে - ১:৪ / ১:৫
  • যদি প্লাস্টার  টি বিল্ডিংয়ের ভিতরের পাশে হয় সে ক্ষেত্রে তার পুরুত হবে  - ১২ মিলিমিটার  থেকে ১৮ মিলিমিটার পর্যন্ত।
  • রেশিও হবে - ১:৪
  • সিলিং প্লাস্টার করার ক্ষেত্রে তার পুরুত হবে  - ৮ মিলিমিটার  থেকে ১০ মিলিমিটার পর্যন্ত।
  • রেশিও হবে - ১:৪
তবে ওয়াল প্লাস্টারের ক্ষেত্রে থিকনেস কম বেশি হয়ে থাকে।তবে সর্বোচ্চ ৭৫ মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে।

এখন আমারা
,
১০০০ স্কোয়ার ফিটে কি পরিমান সিমেন্ট, বালি প্রয়োজন হয় তার হিসাব বের করব।

ধরি,

ওয়াল আছে - ১০০০ স্কোয়ার ফিট।

থিকনেস - ১৮ মিলি। (ভিতর পাশে)।

রেশিও - ১:৪ অনুপাতে।

সুত্র

(দৈর্ঘ্য  X প্রস্থ X থিকনেস)
১০০'-0" X ১০'-0" X 0'-০.৫৮৮"= 58.8 সি.এফ.টি

( ১৮ মিলি কে সরাসরি ফিটে আনা হয়েছে)

অনুপাতে যোগফল : ১+৪ = ৫

শুকনো মশলা আয়তন : ১.৩৩

মসলা  লাগবে : ৫৮.৮ X ১.৩৩= ৭৮.২০৪ সিএফটি

সিমেন্ট লাগবে : ৭৮.২০৪÷ ৫ = ১৫.৬৪০ সিএফটি = ১২.৫১ ব্যাগ

বালি লাগবে : ৭৮.২০৪÷ ৫ = ১৫.৬৪০X৪ = ৬২.৫৬ সিএফটি

১০০০ এসএফটি তে কি পরিমান সিমেন্ট ও বালি প্রয়োজন হয় তার তালিকা দেয়া হলোঃপ্লাস্টার সিমেন্টের হিসাব

কাজের       বিবরণ

 

ইউনিট

সিমেন্ট ও বালি অনুপাত

উপাদান

সিমেন্ট

বালি

 

১/২” প্লাষ্টার

 

 ১০০০ এসএফটি

১:৪

১২.৫ ব্যাগ

৬৫.৫ সিএফটি

১:৫

১১ ব্যাগ

৬৮.৫ সিএফটি

১:৬

১০ ব্যাগ

৭০ সিএফটি

 

৩/৪” প্লাষ্টার

 

 ১০০০ এসএফটি

১:৪

১৫ ব্যাগ

৮০ সিএফটি

১:৫

১৩.৫ ব্যাগ

৯০ সিএফটি

১:৬

১২.৫ ব্যাগ

১০০ সিএফটি

 

১” প্লাষ্টার

 

 ১০০০ এসএফটি

১:৪

২০ ব্যাগ

১১০ সিএফটি

১:৫

১৮ ব্যাগ

১২৫ সিএফটি

১:৬

১৫ ব্যাগ

১৩৫ সিএফটি


মসলা প্রস্তুতের পূর্বে সতকর্তা:
১. PCC= Portland Composite Cement ব্যবহার করতে হবে।
২. বালির এফ.এম অবশ্যই ১.২ থেকে ১.৮ থাকতে হবে।
৩. বালি ভাল করে চালুনি বা  নেট দিয়ে চেলে নিতে হবে।
৪. সম্ভব হলে ভাল পরিষ্কার পানি দিয়ে বালি ধুয়ে নিয়ে কাজ করা সব থেকে ভাল।
প্লাস্টার করার নিয়ম

প্লাস্টার করার পূর্বে সতকর্তা:

১. প্লাস্টার শুরু করার পুর্বে ওয়ালকে ভালভাবে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। যেন ইটে শুস্ক ভাব না থাকে।
২. ওয়াল যদি সেঁতসেঁত বা শেওলা পড়ে থাকে তা ভাল করে ব্রাশ দিয়ে ঘষে পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে কাজ করতে হবে।

বিশেষ কথা: কাজের ক্ষেত্রে হয়তো সব কিছু ফলো করা সম্ভব হয় না।কোথাও প্লাস্টার বেশি খাবে কোথাও কম খাবে এটাই হয়ে থাকে। যার দরুন ওয়ালের গাঁথুনির উপর নির্ভর করে। তাই কাজের কোয়ালিটি ঠিক রেখেই কাজ করা শ্রেয়।অন্যথায় ওয়ালে বিভিন্ন সমস্যা দেখা দেয়।
Post a Comment (0)
Previous Post Next Post