Professional Bd Jobs Account Create.প্রফেশনাল ভাবে বিডি জবস একাউন্ট খোলার নিয়ম জেনে নিন।

Professional Bd Jobs Account Create.প্রফেশনাল ভাবে বিডি জবস একাউন্ট খোলার নিয়ম জেনে নিন।


হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করি সবাই অনেক ভাল আছেন। পড়াশুনো শেষ করে সবার একটা সপ্ন তাকে ভাল একটি অফিসে ভাল সেলারি তে জব করব।কিন্তু দিন শেষে দেখা যায় পড়াশুনো শেষ হয়ে যায় ভালো কোন চাকুরী সন্ধান পাওয়া যায় না।অনেক যায়গা আপনার ভায়োডাটা দিয়েছেন।কিন্তু ভাইবার জন্য ডাক আসে না।

তখন বিভিন্ন চিন্তা ভাবনায় পরতে হয়। কি করব কি করলে একটা চাকুরী হবে এই হতাশা  নিয়ে ঘুরে বেড়াতে হয়।
তবে এখন চাকুরী জন্য আপনাকে এদিক ওদিক দৌড়াতে হবে না। বরং চাকুরী আপনার পিছনে ছোটবে।এখন বলতে পারেন কিভাবে সম্ভব। হ্যা ভাই এখন সম্ভব তথ্য প্রযুক্তি অনেক এগিয়ে গেছে। অনলাইন প্লাটফর্ম এর দিকে বেশি অগ্রসর হচ্ছে তাই মানুষ।এখন আর চাকুরীর পিছনে দোড়াতে হয় না।চাকুরীর নিয়োগ দাতা আপনাকে খুজে নিবে।

আপনারা হয়তো বিডি জবস কথা শুনে থাকে অনেক জন এই খান থেকে চাকুরীও পান। কিন্তু বেশি ভাগই মানুষ চাকুরী থেকে বঞ্চিত হয় শুধু একটি ভালো মানের প্রোফাইল তৈরী না করার কারনে।তাই আজকে আমি আপনাদের কে  bd jobs account create বিডি জবস একাউন্ট করার A to Z শিখিয়ে দিব।কিভাবে আপনি একাউন্ট করলে অন্যদের মতো ভাইবার জন্য আপনিও খুব দ্রুত কল পাবেন।
অনেকের হয়তো জানা নেই বিডিজবস কি তাই আগে বিডিজবস কি জেনে নেই।

বিডিজবস (Bd Jobs): বিডি জবস হচ্ছে বাংলাদেশের একটি চাকুরী নিয়োগের একটি বড় অনলাইন প্লাটফর্ম। যার মাধ্যমে লক্ষ লক্ষ চাকুরীর পার্থিগন এই খান থেকে চাকুরীর সুযোগ পেয়ে থাকে।তাদের মেধা কে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।bd jobs signএর বড় একটি ভালো দিক হচ্ছে তারা চাকুরী পার্থি সে তার কাজে অভিজ্ঞ অথবা অ অভিজ্ঞ হোক ২ জন কেই তারা মুল্যায়ন করে থাকে।চাকুরী দাতা তার কাজের প্রয়োজন অনুযায়ী লোক বেছে নিয়ে থাকেন।


স্টেপ - ১

বিডিজবস একাউন্ট করার জন্য আপনি দুই কাজ পদ্ধতিতে করতে পারবেন এক হচ্ছে সরাসরি গুগল এর বিডিজবস ওয়েভসাইটি থেকে আর  না হয় বিডিজবস এর এদের প্লে-স্টোরে অ্যাপ রয়েছে সেই অ্যাপ্স ডাউনলোড করে। তবে আমি সাজেশন করব।আপনারা সরাসরি ওয়েবসাইট থেকে কাজ টি কমপ্লিট করে তার পর Bd Jobs অ্যাপ্স ডাউনলোড করে তাতে login করে নিতে পারেন।
একজন ব্যক্তি তার নিজ নিজ দক্ষতা অনুযায়ী বিডিজবস এ দুইটি ক্যাটাগরিতে একাউন্ট করে নিতে পারবেন। দুইটি ক্যাটাগরির মধ্যে 

(১) General Category.
(২) স্পেশাল স্কিলড ক্যাটাগরি।

তবে বিডিজবস আরেকটি ক্যাটাগরি তারা যোগ করেছেন।তা হচ্ছে যারা,প্রতিবন্ধী দক্ষতা থাকার পরেও চাকুরীর সুযোগ পায় না।তাদের জন্য অফিসিয়াল বিভিন্ন জব করার জন্য একাউন্ট করার ব্যবস্থা করেছে।ক্যাটাগরি টি হলো


(৩) প্রতিবন্ধীদের জন্য।
প্রত্যেক ক্যাটাগরির জন্য আলাদা আলাদা পোষ্ট রয়েছে আপনি যে কাজে দক্ষ বা কি নিয়ে পড়াশোনা করেছেন তার রিলেটেড পোষ্ট রয়েছে তার পূর্ণ তথ্য দেয়া আছে প্রত্যেকটি ক্যাটাগরি তে আপনি পছন্দ মতো সিলেক্ট করে একাউন্ট করতে পারবেন।
আপনারা যখন গুগলে গিয়ে লিখবেন bdjobs.com তখন প্রথম পেজে একটি ওয়েব সাইট আসবে। তাতে ক্লিক করলেই আপনাকে সরাসরি bd jobs create  account নিয়ে যাবে। যা নিচে দেয়া একটি ছবি তে দেখতে পাচ্ছেন।

ছবি


স্টেপ - 2

আপনি আপনার দক্ষতা অনুযায়ী ক্যাটাগরি টি সিলেক্ট করে নিচে Create Account ক্লিক করবেন।যা নিচের দেয়া ছবির মতো একটি স্কিন প্রদর্শিত হবে
ছবি

এর পর সকল ঘরের খালি যায়গা গুলো আপনার অরজিনাল সার্টিফিকেট অনুযায়ী তথ্য গুলো দিয়ে ঘর গুলো পূর্ণ করবেন।

ঘর গুলো পূর্ণ করার শেষ হলে নিচে আপনাকে দুইটি খালি বক্স থাকে যাতে একটি তে লিখা থাকবে

I agree to the Bdjobs.com এ ক্লিক করে টিক মার্ক টি দিয়ে create account ক্লিক করবেন।

এবার আমাদের একাউন্ট করার কাজ শেষ হলো। যদি আপনাকে মেইল বা ফোন নাম্বারের মাধ্যমে একাউন্ট টি ভেরিফাই করে নিতে বলে তা হলে আপনার দেয়া মেইল গিয়ে ভেরিফাই করে নিবেন।


স্টেপ - 3

স্টেপ - ৩ যে কাজ গুলো করতে হবে তা অত্যন্ত গুরুত্ব পুর্ন কাজ। আপনার এই ইনফরমেশন দেয়ার মাধ্যমে একজ নিয়োগ দাতা আপনাকে চিনতে পারবে আপনি কোন কাজের জন্য পারর্দশী।আপনাকে ভাইবা তে ডাকবে না ডাকবে তার এই সব ইনফরমেশন উপর নির্ভর করে থাকে। চলুন এখন আমরা মূল কথায় চলে যাই।
প্রথমে আপনাকে আপনার একাউন্ট প্রবেশ করতে হবে।এর পর My Profile ক্লিক করতে হবে। মাই প্রোফাইল গেলে আপনি ৫ টি ক্যাটাগরি দেখতে পারবেন।ক্যাটাগরি গুলো হলো:


🔘 Personal Information. যা যা থাকবে তা হলো:
🔹Personal Details
🔹 Contact Details
🔹Career and Application Information
🔹Preferred Areas
🔹Other Relavant Information


🔘 Education / Traning. যা যা থাকবে তা হলো:
🔹Academy Qualification.
🔹Traning Summary.
🔹Professional Certification  Summary.


🔘 Employment History. যা যা থাকবে তা হলো:
🔹Employment History
🔹Employment History (Retired of Army Person).


🔘 Others Information যা যা থাকবে তা হলো:
🔹Specialization.
🔹Language Proficiency.
🔹Reference.

 
🔘 Photograph যা যা থাকবে তা হলো:
🔹Upload Photo


স্টেপ - ৪
Personal Information: Personal Details,Contact Details,Career and Application Information Preferred Areas,Other Relavant Information ক্যাটাগরি মধ্যে যে যে ইনফরমেশন লাগবে তা খালি জায়গায় সার্টিফিকেট এর তথ্য অনুযায়ী ঘরগুলো পুরন করবেন।
Personal Information ভিতর যত গুলা ফর্ম রয়েছে সব গুলো এক এক করে ক্লিক করে পুরন করে দিবেন।

Career and Application Information:  যখন আপনি আপনার জীবন বৃত্তান্ত লিখবেন তখন অবশ্যই সেটি লাইনের শুরুতে To দিয়ে শুরু করে Responsibility দিয়ে শেষ করতে হবে।


Example :


তাই ক্যারিয়ার Objective টি খুব ভালো ভাবে আপনার দক্ষতা গুলো লিখে তা সাবমিট করবেন।এটি অনেক একাউন্ট করার সময় ভুল করে থাকেন যার কারনে তারা ভাইবার ডাক থেকে বঞ্চিত হয়।


স্টেপ - ৫

Academy Qualification,Traning Summary, Professional Certification  Summary.তে ক্লিক করে আপনার আপনার পড়াশোনা কি পর্যন্ত করেছেন তার তথ্য সার্টিফিকেট অনুযায়ী, যদি কোথাও ট্রেনিং করে থাকেন তার তথ্য, এবং প্রফেশনাল যদি কোন অভিজ্ঞতা থাকে তা দিবেন।অবশ্যই তা যথাযথ সত্য তথ্য দিতে হবে।


স্টেপ - ৬
Employment History,Employment History (Retired of Army তে আপনি যদি কোথাও জব করে থাকেন তার সঠিক তথ্য প্রেরন করতে হবে।কোম্পানির নাম,কাজ কি ছিল,কত দিনের কাজ ছিল,আপনার পদবী, এবং কোম্পানির হেড অফিস লোকেশ।
তা ছাড়া কেও যদি চাকুরী থেকে  অবসর প্রাপ্ত আর্মি অফিসার হয়ে থাকে তার পুনঃ তথ্য প্রেরন করতে হবে।


স্টেপ - ৭
Photograph বা Upload photo এই নিয়ে অনেকেই আমারা অবহেলা করে এরিয়ে যাই। যে ছবি একটা দিলেই হবে এত ভালো ছবি দিয়ে কি হবে।ছবি তো আর দেখবে না। সেটা কিন্তু এক দমি ভুল কথা একজন নিয়োগ দাতা যখন আপনার Bdjobs Account দেয়া সিভি টি ডাউনলোড করে দেখবে তখন আপনার দেয়া ছবি টি আগে চোখে পড়বে।আপনি কেমন আপনার মধ্যে স্মার্ট নেস কত টুকু তা দেখে সে নির্বাচন করবে আপনার সিভিটি দেখবে না দেখবে না।তাই যেন তেন ছবি দেয়া থেকে বিরত থাকি।
কেমন ছবি লাগবে তা হলে:

১.অবশ্যই আপনার একটি ভালো স্টুডিও তে গিয়ে ফরমাল ড্রেস পড়ে ছবি টি উঠাতে হবে।

২.ছবির মধ্যে কোন দাগ কালার নষ্ট হওয়া যাবে না।

৩. পিছনের ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা, আকাশী কালার থাকতে হবে।

৪. ছবিটি পাসপোর্ট সাইজের হতে হবে।

স্টেপ- ৮

ভিডিও রিজিউম : Bdjobs একটি নতুন ফিউচার অ্যাড করছে যা।৩০ সেকেন্ড এর বিভিন্ন ইনফরমেশন মাধ্যমে নিয়োগ দাতা আপনাকে ভিডিও এর তে সহজে দেখে আপনার কথা শুনে বুজতে পারে। আপনি চাকুরী জন্য উপযুক্ত কিনা। আর এই ভিডিও রিজিউম এই জন্যই করবেন।যা আপনার চাকুরী কে ২৫% সহজতর করে তুলবে।তাই এটি অবশ্যই আপনারা করে নিবেন।

Bd Jobs ভিডিও রিজিউম করার সময় অবশ্যই আপনার একটি ফরমাল ড্রেস পড়ে এবং পিছনের ব্যাকগ্রাউন্ড যেন একি কালারে থাকে সেটা চেষ্টা করবেন।
আপনার চাকুরীর জন্য ২৫% সুযোগ বাড়িয়ে দেয়।
আমার কথা গুলো মেনে কাজ করলে অবশ্যই ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভাইবার জন্য কল পাবেন।


বিশেষ কথা: বিডিজবস একাউন্ট করার পর আপনাকে যদি কোন কোম্পানি থেকে ডাকা হয় তা হলে আপনি অবশ্যই কোম্পানি টি সঠিক কিনা পুরো তথ্য নিয়ে তার পর ভাইবা যাবেন। এবং বিডিজবস একাউন্ট করার পর ভাইবা তে ডাকলে তার পর টাকা পয়সার লেনদেন করবেন না।আপনাদের সতর্ক করে দিয়ে দিছি এতে আমার বা বিডিজবস কোন প্রকার দায় নিবে না।
আর আমাদের ওয়েব সাইট টি পরে যদি একটু কাজে আসে তা হলে আমাদের সাথেই থাকবেন।ধন্যবাদ সবাইকে।

Post a Comment (0)
Previous Post Next Post