Smart eSim কি?কোন কোন ফোনে ই-সিম যুক্ত থাকবে। বিস্তারিত জানুন
বিশ্ব যত এগিয়ে যাচ্ছে প্রযুক্তি যেন দিন দিন আরো শক্তিশালী ও সহজতর হচ্ছে।আপনার যদি শুধু একটা স্মার্ট ফোন থাকবে তাতে কোন সিম কার্ড থাকবে না। কেমন হবে বলুন তো। হ্যা আজকে এমন কয়েকটি সিম নিয়ে কথা বলব তা ই-সিম নামে পরিচিতি লাভ করেছে। অবাক করা কান্ডোও হলে এই চমৎকার সিমবিহীন মোবাইল ফোনটির ফিচার টি চালু হয়েছে অনেক দেশেই। এর ব্যবহারেও সুফল পাচ্ছে স্মার্ট ফোন প্রেমিরা।চলুন আমারা জেনে নেই ই- সিম কি?
ই-সিম(eSim) :ই-সিম হচ্ছে একটি ভার্চুয়াল সিম। যা আপনার ফোনে আ্যাপের মতো করে ইন্সটল করে চালাতে পারবেন। Smart eSim= Embedded Subscriber Identity Module যা ই-সিম নামে পরিচিত লাভ করে।এই সিমবিহীন নতুন প্রযুক্তি কেই বলা হচ্ছে ই- সিম। ই- সিম এমন একটি সিম যা খোলার ঝামেলা ছাড়াই চলবে কথা বলা যাবে আপনার ফোনে। আর সেটা হবে।
আপনার হাতে রাখা স্মার্ট ফোনটিতেই ভিতরে এডজাষ্ট করা থাকবে এই ই-সিমটি ।যাতে আপনার অন্য কোন সিমের প্রয়োজন পড়বে না। এর নামেই হচ্ছে ই- সিম।এটি টেলিকম কোম্পানির মাধ্যমেই ফোনটির ভিতরে সক্রিয় অবস্থায় থাকবে।শুধুমাত্র আপনাকে একটি QR কোড এর মাধ্যমে Active করে নিতে হবে। যা কল, মেসেজিং সহ অনেক সুবিধা গ্রহন করা যাবে।
eSim কি এর এটি কিভাবে কাজ করে এর ধারনা পেয়ে গেলাম।এবার চলুন বলা যার এর সুবিধা ও অসুবিধা গুলো কি?
e-Sim সুবিধা:
- eSim যেহেতু একটি ভার্চুয়াল সিম তাই এর জায়গার প্রয়োজন পড়বে না।সিম কার্ডের জায়গায় টা বেচে যাবে।
- সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনি একটি মাত্র ভার্চুয়াল সিম দিয়ে একাধিক সিম কোম্পানির সিম ব্যবহার করা যাবে।যে খানে আলাদা কোন কোম্পানির আলাদা আলাদা সিমের প্রয়োজন পড়বে না।এতে সিম কেনার খরচ কমে যাবে।
- eSim সংযুক্ত করা ফোনটি যদি পানি পড়ে যায়। সিম টি কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা নেই।
- eSim বার খোলার কোন ঝামেলা নেই।তাই সহজে নষ্ট হওয়ারো সুযোগ নেই।
- eSim এর আরো একটি বড় সুবিধা হচ্ছে যারা বিদেশে ভ্রমন করেন।তাদের প্রথমে একটি ওই দেশের সিম কিনতে হয়।তাদের অন্য উক্ত ভ্রমন কৃত দেশের সিমের প্রয়োজন পড়বে না।লোকাল নাম্বার হিসাবে কথা বলা যাবে।
- eSim যেহেতু প্লাষ্টিক দিয়ে তৈরী নয়।তাই প্লাষ্টিক ব্যবহার কমিয়ে আনা সম্ভব।তাই প্রাকৃতিক পরিবেশ বান্ধবেও হিসাবে কাজ করবে।
e-Sim অসুবিধা:
- eSim দিয়ে একটি নাম্বারে কথা বললে অন্য সিম গুলো বন্ধ দেখাবে।
- eSim চাইলেও সহজে আপনি স্থানান্তর করা সম্ভব নয়।যেমন এক ফোন থেকে আরেক ফোনে বা ফোন টি নষ্ট হয়ে গেলে অন্য ফোনে স্থানান্তর সহজযোগ্য নয়।
কোন কোন ফোনে থাকবে এই eSim:
প্রাথমিক ভাবে iphone, google pexle, samsung এর কিছু ফোনে eSim সংযুক্ত করা থাকবে।
তার মধ্যে iphone এর মডেল গুলো হচ্ছে:
iphone-13 সিরিজ, iphone-12 সিরিজ, iphone-11 সিরিজ, আইফোন এসই,আইফোন এক্সেএস,আইফোন এক্সেএস ম্যাক্স, আইফোন এক্সেআর,আইপ্যাড প্রো ১২.৯ ফোর্ড জেন,আইপ্যাড প্রো ১২.৯ থার্ড জেন,আইপ্যাড প্রো ১১ সেকেন্ড জেন,আইপ্যাড প্রো ১১ ফাষ্ট জেন,আইপ্যাড এয়ার ফোর্থ জেন,আইপ্যাড এয়ার থার্ড জেন,আইপ্যাড এইটথ জেন,আইপ্যাড সেকেন্ড জেন,আইপ্যাড মিনি ফিফথ জেন।
Samsung এর মডেল গুলো হচ্ছে:
স্যামসাং গ্যালাক্সি এস২২ ফাইভজি,স্যামসাং আল্ট্রা ফাইভজি এস ২২+,স্যামসাং ফোল্ড এলটিই,স্যামসাং গ্যালাক্সি জেট ফোল্ড থ্রি ফাইভজি,স্যামসাং গ্যালাক্সি জেট ফ্লিপ ফাইভজি,স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ, স্যামসাং গ্যালাক্সি ফোল্ড,স্যামসাং গ্যালাক্সি জেট ফোল্ড টু ফাইভজি।
Goggle Pixgle এর মডেল গুলো হচ্ছে:
গুগল পিক্সেল সিক্স প্রো,গুগল পিক্সেল সিক্স,গুগল পিক্সেল ফাইভ এ ফাইভজি,গুগল পিক্সেল ফাইভ,গুগল পিক্সেল ফোর এ,গুগল পিক্সেল ফোর,গুগল পিক্সেল থ্রি,গুগল পিক্সেল টূ।
বিশেষ কথা: আমার এই তথ্যের মধ্যে যদি কোন তথ্য বাদ পড়ে বা এমন কোন ফোনের কথা বলা হয়নি যা পোষ্টে নেই। তা হলে আপনারা কমেন্ট বক্সে যানাবেন।তা সঠিক করার চেষ্টা করব।আর আমাদের সাইট টি যদি আপনাকে কিছুটা হলেও তথ্য দিয়ে থাকে তা হলে অবশ্যই আমাদের পাশে থাকবেন।ধন্যবাদ সবাইকে।