ড্যাম বা বাধঁ কি? কেন ড্যাম বা বাধঁ দেওয়া হয়।
ড্যাম বা বাধঁ:
ড্যাম বা বাধঁ হচ্ছে মূলত পানির উচ্চ গতি কে নিয়ন্ত্রণ করার জন্য কংক্রিট বা আর সি সির নির্মিত এক ধরনের কাঠামো।যা নদীর পানি গতি পরিবর্তন বা খালের মাঝেও পানি গতি নিয়ন্ত্রন করার জন্য যে অবকাঠামো নির্মান করা হয় তাকে ড্যাম বা বাধঁ বলে।কিভাবে বন্যা নিয়ন্ত্রণ করা যায়।
নির্মান শৈলীর উপর ভিত্তি করে ড্যাম বা বাধঁ দুই প্রকার হয়ে থাকে যথা:
১/ চুন,সুরকী,পাথর দিয়ে তৈরীর ( কংক্রিট) ড্যাম বা বাধঁ
২/ মৃত্তিকা বা কঠিন শিলার তৈরী কৃত ড্যাম বা বাধঁ।
ড্যাম বা বাধঁ কেন নির্মান করা হয়:
আমাদের দেশে প্রায়ই কিছু অঞ্চলে বন্যা অথবা হঠাৎ করে খড়ার সৃষ্টি হয়।এতে অনেক ক্ষয় ক্ষতির সম্মুখ হতে হয়।তাই এই বন্যা বা খড়া প্রতিরোধ বা নিয়ন্ত্রন করার জন্য নিচু এলাকা গুলোতে অথবা বন্যা কবলিত এলাকা গুলোতে নদী বা খালের মাঝে পানির গতি নিয়ন্ত্রন করার জন্য ড্যাম বা বাধঁ নির্মান করা হয়ে থাকে।বাঁধ কেন দেওয়া হয় তার তিনটি কারণ লেখ
1-Read More<< Today Robi Special Offer। রবির সিমের আজকের গরম অফার।Robi Offer 11/09/2022
2-Read More<< Professional Bd Jobs Account Create.প্রফেশনাল ভাবে বিডি জবস একাউন্ট খোলার নিয়ম জেনে নিন।
3-Read More<< Smart eSim কি?কোন কোন ফোনে ই-সিম যুক্ত থাকবে। বিস্তারিত জানুন
এছাড়াও আমাদের দেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষি কাঝে প্রচুর পরিমান পানির প্রয়োজন হয়। যা হয়তো ভূগর্ভস্থ থেকে তা চাহিদা মেটাতে পারে না।তাই অতি বৃষ্টি বা যখন বর্ষা সময় থাকে তখন প্রচুর পরিমান পানিতে খাল বিল নদি নালা ভরে যায়। সেই সময় সেই পানি কে কৃষি কাজের সেচের জন্য খাল বা নদির মাঝে ড্যাম বা বাধঁ নির্মান করে পানি জমা রাখা হয়।
এর থেকে ভয়াবহতা দেখা দেয় অতি বৃষ্টির,হঠাৎ করে জোয়ারের পানি এসে ফসলের ক্ষতি, ঘর বাড়ির ক্ষতি হয় সেটির মোকাবেলাই করার জন্য পানির গতি কে নিয়ন্ত্রন করার জন্যই ড্যাম বা বাধঁ নির্মান করা হয়।নদীতে বাঁধ দেওয়া হয় কে
এছাড়াও খরস্রোতা নদির মাধ্যমেও যে খানে প্রচুর পরিমান পানির আধার থাকে সে খানে ড্যাম বা বাধঁ নির্মান করে পানি আটকিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
বাঁধ নির্মাণের অসুবিধা গুলি কি কি।
বাধেঁর সুবিধা সমূহ:
১ / বাধঁ নির্মানে বর্ষাকালে পানি ধরে রাখে এবং তা শুষ্ক মৌসমে কৃষি কাজে পানি সরবারহ করা যায়।
২ / বাধঁ নির্মানে নিচুতে বসবাসকারি এলাকাবাসী বন্যার পানিতে ক্ষয়ক্ষতি হতে রক্ষা পাওয়া যায় বাধঁ দেওয়ার মাধ্যমে।
বাধেঁর অসুবিধা সমূহ:
১/ বন্যার পানি বাধঁ দেওয়ার কারনে পানি এক জায়গায় বদ্ধ অবস্থায় থাকে যার ফলে পলি গুলো এক জায়গাই জমা থাকে। আবাদি জমি গুলোতে যেতে পারে না।কৃষি জমি গুলো উর্বরতা কম হয়।
২/ বাধঁ দেওয়ার ফলে উজানের গ্রাম গুলো প্লাবিত হয়।