মনে করি আমার ছাদটি ১০০০ sft আছে সে ক্ষেত্রে কি পরিমান রড লাগতে পারে তা আমারা সহজে বের করে ফেলব।সাধারণত ছাদের রড আমারা ১%-১.৫% ধরে থাকি।তাই ফর্মুলা ব্যবহার করে থাকি আমারা রডের পরিমান=
(দৈর্ঘ্য x প্রস্থ) sftতে নিয়ে আসতে হবে।
স্লাবের থিকনেস ৫"/৬" থাকলে তা ১২ দিয়ে ভাগ করে ফিটে নিয়ে আসতে হবে।
ফর্মুলা =১০০০X৫/১২X১.৫/১০০X২২২ =১৪০০ কেজি
এখানে লোহার একক ওজন =২২২কেজি/সিএফটি। তবে সঠিক মাপ পাওয়া যাবে না।সঠিক মাপ পেতে হলে ড্রয়িং দেখে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে।