ছাদের রডের মরিচা পরে কেন? এবং এর প্রতিকার হিসাবে কি কি করতে পারি এই সম্পর্কে ধারনা দেয়া হলো?

 

কোন বিল্ডিং নির্মাণ করার সময় বা রড দিয়ে  তৈরী হয় এমন কোন কিছু কিছুদিন ফেলে রাখলে তা বাহিরের আবহাওয়া, রোদ, বৃষ্টির কারনে লোহার উপর পাতলা লালচে বর্ণের আবরন তৈরি হয় যা মরিচা বলে।

আমারা দেখে থাকি বেশি ভাগই সময় কোন বিল্ডিং বা বাসা - বাড়ি অথাবা কোন ভবন নির্মাণ করার সময় আর্থিক সংকটের কারনে অথাবা কোন ভবন সম্প্রকৃত জটিলতা কারনে কাজ টি বন্ধ হইয়ে যায়।এর উপর

 ছাদের উপরে বাহির কৃত রড গুলি অনেকদিন পর্যন্ত খোলা অবস্থায় থাকে।এবং মরিচা পড়ে। যার ফলে রডের পূর্ণ কার্যক্ষমতা কমে যায়।তাই কাজ নির্মাণাধীন ভবন টি বন্ধ হওয়ার আগে কিছু বিষয় খেয়াল রাখতে হয়।


মরিচা রোধের জন্য রঙের প্রলেপ

দেয়ার দৃশ্যপট(ছবি)।

রডের মরিচার প্রতিকার হিসাবে আমারা যে সব যিনিস বা কেমিক্যাল ব্যবহার করে থাকি তার মধ্যে রঙ একটি অন্যতম যিনিস যা সল্প খরচে আমরা রড়ের উপর প্রলেপ দিয়ে থাকি মরিচা রোদ করার জন্য।এছাড়াও বাজারে এখন বিভিন্ন প্রকার গ্যালভানাইজিং পাওয়া যায় তাও

 ব্যবহার করা যেতে পারে।এছাড়াও সাথে সাথে মরিচা দূর করার জন্য  রিভার রিমোভার বাজারে পাওয়া যায়। যা ব্রাশ দিয়ে লাগিয়ে রডের গায়ে। কিছুক্ষণ পড় প্লাষ্টিক চট দিয়ে ঘষে তুলা হয়।এবং কাজের উপযোগী করা হয়।

মরিচার রিমোভ করার কেমিক্যাল (ছবি)।

এছাড়াও উপরোক্ত রডকে একই সমান্তরাল করে সার্টার করে সল্প খরচে।কম মূল্যের ম্যাটেরিয়ালস ব্যবহার করে ঢালাই করা হয়ে থাকে।যা পরবর্তী সময়ে সহজে ভেজ্ঞে বড় বের করে কাজ করা যায়।তাই অবশ্যই আমাদের

 ভবন নির্মাণ কাজ বন্ধ হওয়ার সময়    এই সব বিষয় গুলো খেলার রাখা। এবং রডের মরিচা রোদ করার জন্য যথাযথ ব্যবস্তা গ্রহন করা।

Post a Comment (0)
Previous Post Next Post