আপনি কি জানেন? TMT/500 DWR বারের রহস্য কি? কেনোই বা রডের গায়ে TMT/DWR লিখা থাকে?





আমাদের বাংলাদেশ প্রায় সব ছেলে মেয়েদের  ইচ্ছে হয়ে থাকে আমি ইঞ্জিনিয়ার হবো। বিল্ডিং তৈরী করব।তাই সপ্ন কে বাস্তবিক করার জন্য তারা বিভিন্ন সরকারি, বেসরকারি পলিটেকনিক এ ভর্তির সুযোগ নিয়ে থাকে।৪ বছর ডিপ্লোমা করার পর। তারা বিল্ডিং এর সাইট সুপার ভিশন করার জন্য নিযুক্ত হয়।তাদের খুটিনাটি অনেক বিষয়ের উপর জ্ঞান থাকা জরুরী। ধরেন আপনার সাইটে রড় আসছে এবং সেই রড আপনাকে দেখে নামাতে বলা হলো।কিন্তু যখন আপনি রড় দেখতে গেলেন তখনি রডের গায়ে বিভিন্ন লিখা থাকে। যেমন 500 DWR,45 Grade, 60 grade, 75 Grade,TMT ইত্যাদি। তখন হতাশ হয়ে আপনি তাকিয়ে থাকেন আর বলেন এর কারন কি?  কেনোই বা এর গায়ে TMT বা 500 DWR খোদাই করে দেয়া আছে। তাই আজকে TMT এবং  500 DWR নিয়ে আলোচনা করব।


TMT সংক্ষেপে বলা হয় এর পুর্ণ নাম হলোঃ
TMT= Thermo Mechanical Treated Bar.

T = Thermo
M = Mechanical
T = Treated Bar

যাকে বাংলায় বলা হয় অগ্নি প্রতিরোধী স্টিল বা থার্মো মেকানিক্যাল ট্রেড বার।


500 DWR, 420 DWR বলতে কি বুঝি?


এখানে  500 মানে 500 Mega Pexcle বুঝানো হয়েছে।
1 Mega Pexcle = 145 Psi
500*145 = 72500 Psi
যাকে আমরা = 72.5 গ্রেডের রড বলি।
যা প্রতি স্কয়ার ইঞ্জিতে 72500 Psi লোড নিতে সক্ষম হবে।


DWR/CWR পুর্ণ রুপ হলোঃ 

DWR=Ductility Class Weldability Ripped Bar.

Ductility Class = একটি রড কে না ভেজ্ঞে কি পরিমান তা আকা বাকা করা সম্ভব তাই হলো Ductility বা নমনীয় রড বলা যেতে পারে।


Ducktility Class

Weldability = একটি রড় কে আরেক টি রডের সাথে জয়েন্ট দেয়ার ফলে তার মধ্যে ভজ্ঞুরতা সৃষ্টি না হওয়ায় এবং কার্যক্ষমতা নষ্ট না হওয়ায় হলো Weldability রড় বলা হয়।


Weldability 

Ripped Bar = Ripped Bar হচ্ছে খাচ কাটা দাগ। যা রডের পুরো অংশ জোড়ে হয়ে থাকে।এতে করে কংক্রিট রডের কাচ কাটা অংশে গিয়ে রড এবং কংক্রিটের মধ্যে শক্তি তৈরী করে।খাচ কাটা থাকে বলেই একে অপরের মধ্যে বন্ধন সৃষ্টি করে।শক্তি অর্জন করে থাকে।

Ripped Bar

যখন কোন রড কাজের জন্য উপযোগী করা হয়। তখন কিছু কিছু রড় আছে যা সহজে বাকানো না ড্রপটেইল দেয়া অনেক কষ্ট সাধ্য, আর কাজের সুবিধার্থে রড কে জয়েন্ট দেয়ার প্রয়োজন হয়। কিন্তু ওয়েল্ডিং করলে রডের তার কর্মক্ষমতা শক্তি কমে যায়। তাই উন্নত দেশের সাথে তাল মিলিয়ে এসব সমস্যা কে দূর করার জন্য আমাদের দেখে নামিদামী ব্রান্ড গুলো DWR রড তৈরী করেছে। যা নমনীয়, ফ্লেক্সিবল,ভুমিকম্প প্রতিরোধী ওয়েল্ডিং করা যায়। তার মধ্যে AKS, BSRM, RSM,SCRM,ASBRM ইত্যাদি ব্রান্ড। এই সব ব্রান্ডের রড গুলো সহজে বাকানো না ওয়েল্ডিং করা যায় এতে কোন প্রকার কার্যক্ষমতা নষ্ট হয় না।ভুমিকম্প প্রতিরোধী হিসাবে কাজ করে থাকে।

Post a Comment (0)
Previous Post Next Post