AutoCAD shortcut keyboard command List in (Bangla) Civilengineering65

AutoCAD shortcut keyboard command List in (Bangla).Basics Command 

Autocad Basic Command Key

                Dimensions Style


Command : D(Enter)


Work: Auto CAD এর Out Put  Setting ঠিক করা বা   Mesurement  Setting ঠিক করা হয়ে থাকে।


Details: D ( Enter), Modify এ ক্লিক,Primary Units এ Click.
Unit Format = Architectural.
Precision = 0'-01/2", Text এ  Click ( Text Hight : 6" থেকে 8" দিতে হবে।
Aligend With Dimensions এ Click, Ok এ Click.
সর্বশেষে  Set Current এ Click এবং Close এ Click.

AutoCAD shortcut keyboard command List in (Bangla). 


              Line Command


Command : L ( Enter)


Work: কোন কিছু চিত্র অংকন করার জন্য লাইন কমান্ড এর কাজ করে থাকে।


Details : L( Enter) এর পর 1st Point এ Click 2nd Point এ Click এবং 3rd Point এ Click.এর পর Ok এ Click.

Autocad Commands list.


                  Selecte Objects


(a) Single Oobjects : কোন Command নেই এর।


Work: Objects Select করা হয়।


Details : Computer স্কিনে থাকা কোন লাইন কে Cursore নিয়ে যে কোন একটি লাইন কে Select করাকে Single Objects কাজ করে থাকে।

Autocad Shortcut Commands.


(b) Window Selecte: কোন Command নাই।


Work: Window Objects এ Click করা।


Details : Complete এ থাকা  ড্রয়িং কে সম্পূর্ণ Selected করার জন্য Drawing এর বাম দিক থেকে ডান দিকে টেনে এনে  Selecte করা হয়ে থাকে।


(c) Crossing Objects : এর কোন কমান্ড নেই।


Work: কোন Object কে ডান দিক থেকে বাম দিকে টেনে অল্প ছোয়ায় Selecte করে যে Objects টি হয় টাকে Crossing Selecte  বলে।
Details : No


(d) Selecte All : Crl+A


Work: Computer স্কিনে থাকা ড্রয়িং বা Objects কে এক সাথে সম্পূর্ণ Selecte করার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়ে থাকে।
Details: Crl+A

Autocad Command Bangla.


                      Earse Command :


Command : E (Enter).


Work: কোন Objects  কে Delete বা মুছার জন্য এই  key ব্যবহার করা হয়ে থাকে।


Details : E ( Enter) Select Objects অথবা Selecte Objects, E ( Enter).

Autocad Shortcut 2d key.


                Pan Command :


Command : P (Enter)


Work:  AutoCad এর View কে এক জায়গা থেকে অন্য জায়গায় Move করার জন্য Pan Command ব্যবহার করা হয়ে থাকে।


Details : P (Enter), Mouse এর Left Button Click করে চেপে ধরে তার পর Move করা হয়ে থাকে।


                      Zoom Command :


Command : Z (Enter)+(Enter).


Work: কোন Objects কে Slow করে ছোট অথবা বড় করে দেখার জন্য Zoom Command ব্যবহার করা হয়ে থাকে।


Details: Z (Enter)+(Enter) এ Click করে Mouse Left Buttons এ Click করে চেপে ধরে উপরে নিলে  বড় হবে এবং নিচের দিকে নিলে ছোট হবে।

Extend Command in Autocad Shortcut key.


                     Zoom Extend :


Command : Z (Enter), (E Enter).


Work:  AutoCad এর ভিতরে যত গুলা Objects থাকে সব গুলা Objects কে এক বারে দেখার জন্য Zoom Extend Command ব্যবহার করা হয়ে থাকে।


Details: Z (Enter) এর পর E (Enter) Click করলে সমস্ত Objects স্কিনে চলে আসবে।

most usefull shortcut key autocad.


                      Zoom All:


Command : Z (Enter), A (Enter).


Work: AutoCad এ ব্যবহার কৃত Page কে সম্পপূর্ন রুপে দেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে।


Details : Z (Enter), A (Enter).

Autocad Command With Example.


                   Construction Line:


Command : XL (Enter).


Work: অসিম লাইন তৈরী করার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়।


Details : XL (Enter), Vertical এ জন্য V (Enter) আর Horizontal এর জন্য H (Enter) এ Click করে যেখানে বসাতে চাই সেই খানে Click করতে হবে।

Autocad command List pdf.


                       Multi Line :


Command : ML (Enter).


Work: এক সাথে ২ টি লাইন সমান ভাবে তৈরী করার জন্য।

 
Details : ML (Enter), S (Enter) মান Enter এবং যে খান থেকে শুরু করতে চাই সেই খান থেকে 1st Point Click,  2nd Point Click and 3rd Point Click, ইত্যাদি।
                    Arch Line :


Command : A (Enter).


Work: Round আকারে কোন রেখার লাইন করার জন্য এই কমান্ড।


Details : A (Enter), 1st Point Click,2nd Point Click,3rd Point Click.

 
                         Poly Line


Command : PL (Enter).


Work: Join আকারে লাইনের জন্য ব্যবহার করা হয়।


Details : PL (Enter), 1st Click,2nd Click,3rd Point Click etc.
                            Poly Eidit


Command : PE (Enter)


Work:  Single line কে Poly line রুপান্তর করার জন্য ব্যবহার করা হয়।


Details : PL (Enter) যে লাইন কে  Poly line Joint করতে চাই।সেই line কে Select (Enter), Joint করার জন্য J (Enter), যে Line গুলোকে Joint করতে চাই  সেই line কে Select (Enter),and ESC.

 Autocad Shortcut key and Commands.


                          Spline:


Command : SPL (Enter).


Work: আঁকাবাঁকা লাইন তৈরী করার জন্য ব্যবহার করা হয়।


Details : SPL (Enter), 1st Point Click, 2nd Point Click,3rd Point Click.

Laine টি কে থামানোর জন্য ৩ টি (Enter) চাপতে হবে।

Rectangle


Command : Rec (Enter).


Work: চতুর্ভুজ আকার জন্য ব্যবহার করা হয়।


Details : REC (Enter), 1st Point Click,1st @ মান, 2nd মান (Enter), and 2nd Point Click.

Autocad Shortcut key for Dimensions.


                          Circle


Command : C (Enter).


Work : বৃত্তাকার কোন কিছু আকার জন্য  Circle  Command ব্যবহার করা হয়।


Details : C (Enter) 1st Point Click, মান (Enter)   অথবা মান (Enter)।

Autocad Shortcut keys 2d and 3d.


                             Poligon


Command : POL (Enter).


Work:  বহুভুজ তৈরী করার জন্য ব্যবহার করা হয়।


Details : POL (Enter), যে কয়টা কোন করতে চাই সংখ্যা লিখে (Enter), Base Point Click (Enter),মান (Enter)/ অথবা 2nd Point Click


                            Point :


Command : PO (Enter).


Work: কোন বিন্দু তৈরী করার জন্য ব্যবহার করা হয়।


Details : PO (Enter) যে খানে বসাতে চাই সেই খানে Click.
                         Point Style


Command : কোন Command নেই।


Work:  Point এর মান পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয়।


Details : Format Click এর পর Point Style এ Click অনেক গুলা Point Sample আসবে সেখান থেকে Select করে Ok তে Click.


                             Ellipse


Command : EL (Enter).


Work : ডিমের মতো কোন কিছু বানানোর জন্য  ব্যবহার করা হয়।


Details : EL (Enter) 1st point Click, 2nd Point Click,এবং বৃত্তের বাহিরে বা ভিতরে নিয়ে 3rd Point Click.


                    Region ALL


Command : REA (Enter)


Work : Circet কে Refersh করা হয়।


Details : REA (Enter).


                      Copy


Command : CO (Enter)


Work : একটি Objects কে একাধিক Objects রুপান্তর করার জন্য Copy Command ব্যবহার করা হয়।


Details : CO (Enter) Select Objects (Enter),Base Point Click (Enter),যেখানে বসাতে চাই সেই খানে Click.


                        Move


Command : M (Enter)


Work : কোন  Objects কে একে বারে এক স্থান থেকে অন্য জায়গায় সরিয়ে নেয়ার জন্য Move Command ব্যবহার করা হয়।


Details : M (Enter), Select Object (Enter) অথবা Select Objects, M (Enter) এর পর.Base Point Click যে খানে বসাতে চাই সেই খানে Click.

 
                            Offset


Command : O (Enter)


Work : নিদিষ্ট মাপে Objects এর শাখা প্রশাখা তৈরি করার জন্য Offset Command

 
Details : O (Enter), মান (Enter) Select Objects যে দিকে Objects টিকে নিতে চাই সেই দিকে অথবা উপরে বা নিচে Click.

 
                          Explode:


Command : X (Enter)


Work : Block কৃত Objects কে অথবা Joint Line ভাজ্ঞার জন্য ব্যবহার করা হয়।


Details : X (Enter), Select Objects (Enter),অথবা Select Objects (Enter), X (Enter).


                              Distance


Command : DI (Enter)


Work : X  এবং Y এর Distance দেখার জন্য ব্যবহার করা হয়।


Details : DI (Enter), 1st Point Click & 2nd Point Click.


                              Break


Command : BR (Enter)


Work : কোন Objects কে নিদিষ্ট স্থানে কাটার জন্য Break  Command ব্যবহার করা হয়।


Details : BR (Enter),যে খানে কাটতে চাই সেই খানে Click এবং যে খানে  শেষ করতে চাই সেই খানে Click.


                            Fillet


Command : F (Enter)


Work : পাশাপাশি ২টি Objects কে রাউন্ড আকৃতি করার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়।


Details : F (Enter), 1st Objects (Enter) and 2nd Objects (Enter) অথবা
F (Enter), R (Enter), মান (Enter), 1st Objects (Enter) 2nd Objects (Enter).


                         Chamiper


Command : CHA (Enter)


Work : কোন Objects কে Angle অনুপাতে কাটা।


Details : CHA (Enter), R (Enter) মান (Enter)+(Enter) 1st Objects Selecte & 2nd Objects.


                       Undo


Command : U (Enter)অথবা Crl + Z


Work : কোন Objects কে পূর্বের অবস্থানে ফিরেয়ে আনার জন্য ব্যবহার করা হয়।


Details : U (Enter).অথবা Crl + Z


Post a Comment (0)
Previous Post Next Post